X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়দের ধীর গতির শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৪:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৪:০৭

ক্যারিবীয়দের ধীর গতির শুরু বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্যারিবীয়দের সংগ্রহ এক উইকেটে ১৭ ওভারে ৫৮ রান। ব্যাট করছেন শাই হোপ (৩১) ও ড্যারেন ব্রাভো (১৫)।

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিং নিলেও তাদের রণ কৌশলে চমকে দিয়েছে বাংলাদেশ। শুরুতে দুই প্রান্ত থেকে স্পিন দিয়ে শুরু করেন মাশরাফি। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান শুরু করেন শুরুটা। চাপে ফেলে দেওয়ার কৌশলে শুরুতে সফলতাও দেখান। সফরকারীদের ধীর-স্থির শুরুতে ষষ্ঠ ওভারে সাকিব এলবিডাব্লিউর আবেদন করেছিলেন। কিন্তু তা আম্পয়ার নাকচ করে দেন।

অষ্টম ওভারে বাংলাদেশকে সফলতা এনে দেন সাকিব। তার বলে ঠিকমতো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি পাওয়েল। মেরে খেলতে গিয়ে বল আউট সাইড এজ হয়ে জমা পড়ে কাভারে থাকা রুবেল হোসেনের কাছে। পাওয়েল বিদায় নেন ১০ রানে।  

৯ ওভার পর পেসার দিয়ে শুরু করে বাংলাদেশ। ক্যারিবীয়দের শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার পথে ১৬তম ওভারে ক্যাচের সহজ সুযোগ তৈরি করেছিলেন মোস্তাফিজ। ব্রাভো ক্যাচ তুলে দিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা আরিফুলের কাছে। সুবর্ণ সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।

মাশরাফি বিন মুর্তজার রেকর্ড ম্যাচ আজকের এই ওয়ানডে। আজকে দুইশোতম ওয়ানডে খেলতে নামছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। 

আলোচিত টপ অর্ডারের চার ব্যাটসম্যানকেই দলে রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আর পূর্ব ধারণা অনুযায়ী তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সে হিসেবে তিন পেসার ও তিন স্পিনিং অলরাউন্ডার এবং ৫ বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। 
জিম্বাবুয়ে সিরিজের তুলনায় এই সিরিজে পরিবর্তন এসেছে পাঁচটি। বাদ পড়েছেন মিঠুন, নাজমুল ইসলাম, সাইফউদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক। ঢুকেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!