X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাইলফলকের ম্যাচে দারুণ বোলিং মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৩

মাশরাফির উইকেট শিকারের উল্লাস বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে খেলছেন মাশরাফি মুর্তজা।  মাইলফলকের ম্যাচে দারুণ বল করেছেন তিনি। ১০ ওভারে ৩০ রানের বিনিময়ে তার শিকার তিন উইকেট। আজকের ম্যাচে অধিনায়কই দলের সেরা বোলার।

২০০১ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে মাশরাফির ওয়ানডে অভিষেক। চার বছর আগে তার নেতৃত্বে দুঃসময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সম্ভবত ২০১৯ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ‘নড়াইল এক্সপ্রেস’। যদি তা-ই হয়, তাহলে ঘরের মাঠে এটাই মাশরাফির শেষ সিরিজ।

আর সেই সিরিজের প্রথম ম্যাচেই তার দুর্দান্ত পারফরম্যান্স। ২১তম ওভারে ড্যারেন ব্রাভোকে দিয়ে মাশরাফির শিকার শুরু। এই উইকেটের পেছনে অবশ্য তামিম ইকবালের বিশাল অবদান। মাশরাফিকে উড়িয়ে মারতে গিয়ে মিসটাইমিং হয়ে তামিমের উড়ন্ত ক্যাচে পরিণত হয়েছেন ব্রাভো।

দুই ওভার পর আবার অধিনায়কের আঘাত। অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজকে ক্যাচ দিয়েছেন শাই হোপ। মাশরাফির তৃতীয় শিকার ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩৭তম ওভারের প্রথম বল তুলে মারার চেষ্টা করা পাওয়েল মিড অফে ধরা পড়েছেন লিটন দাসের হাতে। ওয়েস্ট ইন্ডিজকে ১৯৫ রানে আটকে রাখতে মাশরাফির দুর্দান্ত বোলিং ফিগার (১০-০-৩০-৩) বড় ভূমিকা রেখেছে।

শুধু আজ নয়, ২৫৫ উইকেট নিয়ে মাশরাফিই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক। এক হাজার ৭২২ রান জানিয়ে দিচ্ছে তার ব্যাটিংয়ের হাতও ভালোই। ১৭ বছরের ক্যারিয়ারে মাত্র ২০০টি ম্যাচের কারণ ইনজুরি। সারা শরীরে সাত-সাতটি অস্ত্রোপচারের ধকল নিয়ে আজও এগিয়ে চলেছেন মাশরাফি মুর্তজা। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা