X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেসিকে ইতালিয়ান লিগে খেলার আমন্ত্রণ রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

মেসিকে ইতালিয়ান লিগে খেলার আমন্ত্রণ রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময় কাটিয়ে গেছেন তিনি স্পেনে। নতুন চ্যালেঞ্জ নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ঠিকানা এখন ইতালি। তাতে লিওনেল মেসির সঙ্গে একই লিগের দ্বৈরথের সমাপ্তিতে ভাটা পড়েছে ফুটবল উত্তেজনায়। আবারও সেই উত্তেজনা ফেরাতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ইতালিয়ান লিগে খেলার আমন্ত্রণ জানালেন পর্তুগিজ তারকা।

সময়ের সেরা দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা এখনও আছে, তবে উত্তেজনা কমে গেছে অনেকটাই। দুজন খেলছেন দুই দেশের লিগে, শিরোপার হিসাবটা তাই এখন ভিন্ন। একমাত্র চ্যাম্পিয়নস লিগেই হতে পারে তাদের লড়াই। গত গ্রীষ্মের দলবদলে জুভেন্টাসে নাম লেখানোর আগে প্রতি মৌসুমেই মেসি-রোনালদোর গোলের প্রতিযোগিতা ফুটবল বিশ্বে যোগ করেছিল ভিন্ন মাত্রা।

স্পেন ছেড়ে চলে যাওয়া রোনালদো নিশ্চয়ই মিস করেন মেসিকে? ইতালিয়ান ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’-এর এই প্রশ্নে পর্তুগিজ যুবরাজ বললেন, ‘না, মেসিই সম্ভবত মিস করে আমাকে। আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি, পর্তুগাল ও জাতীয় দলে খেলেছি, যদিও সে এখনও স্পেনেই আছে। এই কারণে হয়তো তারই বেশি দরকার আমাকে।’

চ্যালেঞ্জ নিতে বড্ড ভালোবাসেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তার রিয়াল মাদ্রিদে আসার কারণটাও ছিল তাই। ২০০৯ সালে নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে পাড়ি দিয়েছিলেন স্পেনে। রিয়ালের রোমাঞ্চকর ভ্রমণের ইতি টেনে এখন চ্যালেঞ্জ নিয়েছেন ইতালিয়ান ফুটবলের।

নতুন এই চ্যালেঞ্জ মেসিকে গ্রহণ করার প্রস্তাব রোনালদোর। সিরি ‘এ’তে খেলার আমন্ত্রণ জানিয়েছেন তিনি আর্জেন্টাইন তারকাকে, ‘আমার কাছে জীবনটা হলো চ্যালেঞ্জ। আমি এটা পছন্দ করি, একই সঙ্গে মানুষজনকে খুশি করতেও ভালোবাসি। লিওকে একদিন ইতালিতে দেখলে ভালো লাগবে। আমার মতো চ্যালেঞ্জ গ্রহণ করবে সে। অবশ্য ও যদি ওখানে (স্পেন) সুখে থাকে, তাহলে আমি সেটাকে সম্মান জানাব।’

মেসির প্রশংসাও ঝরল তার কণ্ঠে, ‘ও অসাধারণ খেলোয়াড় এবং চমৎকার মানুষ। যদিও এখানে আমি কোনও কিছুই মিস করছি না। এটা আমার নতুন জীবন, আর তাতে আমি সুখী।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা