X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পাঁচ তারকার অন্যরকম ‘সেঞ্চুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:২৫

পাঁচ তারকার অন্যরকম ‘সেঞ্চুরি’ ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের পথে অগ্রযাত্রা তাদের হাত ধরে। এক সময় যারা ছিল বিশ্ব ক্রিকেটের ‘মিনোস’ বা দুর্বল দল, তারাই আজ সব হতাশা ঝেড়ে ফেলে সমীহজাগানো শক্তি। এই রূপান্তরে বিশাল অবদান মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের। টাইগারদের ‘পঞ্চপাণ্ডব’ স্পর্শ করতে যাচ্ছেন দুর্দান্ত অর্জন। মঙ্গলবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে হবে পাঁচ তারকার মিলিত শততম ওয়ানডে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষাসনে বসার কৃতিত্ব সাকিবের। ২০০৯ সালের ২২ জানুয়ারি প্রথমবার কীর্তিটা গড়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স বেশিরভাগ স্মরণীয় জয় এনে দিয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের পক্ষে অধিকাংশ ব্যাটিং রেকর্ডের মালিক তামিমের সৌজন্যেও অনেক জয় এসেছে। দেশের অবিসংবাদিত সেরা ওপেনারের ব্যাটে গত তিন/চার বছর ধরে রানের জোয়ার। চার সতীর্থের সঙ্গে অন্যরকম ‘সেঞ্চুরি’র ম্যাচ খেলতে নামার আগে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘সত্যিই এটা আমাদের জন্য এক অসাধারণ মুহূর্ত। আমরা পাঁচজন একসঙ্গে শততম ম্যাচ খেলতে যাচ্ছি। আমরা প্রায় ১৫ বছর ধরে একসঙ্গে খেলছি। এই সময়ে অনেক উত্থান-পতনের ভেতর দিয়ে যেতে হয়েছে আমাদের। আশা করি, মাইলফলকের ম্যাচটি আমরা স্মরণীয় করে রাখতে পারবো।’

দেশের ক্রিকেটাঙ্গনে ‘সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার কে?’ প্রশ্ন উত্থাপন হলে অনেকেই বলবেন মুশফিকের নাম। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অভিষিক্ত মুশফিকের ধারাবাহিকতা ‍দুর্দান্ত। তার নেতৃত্বে টেস্টে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হারিয়েছে বাংলাদেশ। বিদেশের মাঠে দেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিক ক্রিকইনফোকে বলেছেন, ‘তামিম আমার অন্যতম ফেভারিট ক্রিকেটার। তার রূপান্তর এক কথায় অবিশ্বাস্য। তামিমের রানের খিদে আমাকেও ভালো খেলতে অনুপ্রাণিত করে। রিয়াদ ভাই বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে বেশ কয়েকটি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মাশরাফি ভাইকে নিয়ে কিছু বলার নেই। তিনি সবার রোল মডেল।’

লোয়ার মিডল অর্ডারে মাহমুদউল্লাহর ব্যাটিং বাংলাদেশের জন্য বড় ভরসা। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে শেষ দিকে দ্রুত রান করতে তিনি দক্ষ। গত মাসে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট সেঞ্চুরি করে জানিয়ে দিয়েছেন, ৫ দিনের ক্রিকেটেও তিনি দেশের বড় সম্পদ। বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ ক্রিকইনফোকে বলেছেন, ‘তামিমের চিন্তা, মুশফিকের পরিশ্রম আমাকে অনুপ্রাণিত করে। সাকিব কীভাবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়, আমি তা বোঝার চেষ্টা করি। আমি আসলে ওদের কাছ থেকে যত বেশি সম্ভব শেখার চেষ্টা করি।’

মাশরাফি শুধু পাঁচ জনের মধ্যে নয়, দলের সবচেয়ে সিনিয়র সদস্য। ক্যারিয়ারের শুরু থেকে ইনজুরির সঙ্গে ক্রমাগত লড়াই করে, সারা শরীরে সাত-সাতটি অস্ত্রোপচারের ধকল নিয়ে এগিয়ে চলেছেন ‘নড়াইল এক্সপ্রেস’। ২০১৪ সালে ভয়ঙ্কর দুঃসময়ে নেতৃত্বে এসে দেশের ক্রিকেটকে বদলে দিয়েছেন তিনি। মাশরাফির অধিনায়কত্বে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, গত বছর চ্যাম্পিয়নস ট্রফির  সেমিফাইনাল আর গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ, ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ওয়ানডে সিরিজে। ওয়ানডে অধিনায়ক হিসেবে ৫৯ শতাংশ ম্যাচে জয় পাওয়া মাশরাফি ক্রিকইফোকে বলেছেন, ‘সিনিয়র ক্রিকেটাররা ভালো খেললে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। বড় টুর্নামেন্টে সিনিয়রদের পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। আর এটাই তামিম-সাকিব-রিয়াদ-মুশফিককে অন্যদের চেয়ে আলাদা করেছে। সাকিব আমাদের দলের এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। মুশফিকের কোয়ালিটি নিয়েও কিছু বলার নেই।’

বাংলাদেশের ক্রিকেটে এই পাঁচজনের অবদান নিয়েও আসলে নতুন করে কিছু বলার নেই। একটা সাধারণ মানের দলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার কৃতিত্ব তাদেরই। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর হাত ধরে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে এমনই প্রত্যাশা টাইগার-ভক্তদের।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী