X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের মাঠে তারার মেলা

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭

ক্রিস্তিয়ানো রোনালদো আসেননি। তবে দেশের দুই ক্লাবের মহারণ দেখতে সান্তিয়াগো বার্নাব্যুর ভিআইপি লাউঞ্জে ছিলেন লিওনেল মেসি। স্পেনে খেলা আর্জেন্টাইন তারকাদের সঙ্গে কোপা লিবার্তাদোরেসে বোকা-জুনিয়র্স-রিভার প্লেটের ফাইনাল দেখতে ইউরোপের অন্য দেশ থেকেও উড়ে এসেছিলেন অনেকেই।

সেই তালিকায় ছিলেন পাউলো দিবালা, মাউরো ইকার্দি, জাভিয়ের জানেত্তির মতো খেলোয়াড়রা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে আর্জেন্টিনার দুই ক্লাবের খেলা মিস করতে চাননি কেউই। আবার যাদের এই দ্বৈরথের সঙ্গে কোনও সম্পর্ক নেই, সেই আন্তেয়ান গ্রিয়েজমান, ডিয়েগো গোদিন ও হামেস রোদ্রিগেসও ছুটে এসেছিলেন ‘সুপার ক্লাসিকো’র উত্তেজনা গায়ে মাখতে। বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথের সঙ্গে তাদের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করলো বার্নাব্যুতে। সেরকমই কিছু দৃশ্য তুলে ধরা হলো বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য-

১. ১. আক্ষরিক অর্থেই রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বসেছিল তারার হাট। যেখানে সবচেয়ে আলোকিত তারাটি ছিলেন মেসি। বার্নাব্যুর স্ট্যান্ড হয়ে তার ভিআইপি লাউঞ্জে ওঠার সময় বোকা ও রিভারের সমর্থকরা এই একটি জায়গায় মিলে গেল এক মোহনায়। ‘মেসি, মেসি’ চিৎকারে বরণ করে নিলেন প্রিয় খেলোয়াড়কে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীও হাত নাড়িয়ে জবাব দেন তাদের ভালোবাসার। তার সঙ্গে এসেছিলেন বার্সেলোনা সতীর্থ জোর্দি আলবাও।

২. ২. শুক্রবার খেলেছেন সিরি ‘এ’র চলতি সপ্তাহের ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের খেলার মাঝে বেশ খানিকটা সময় পেয়েছেন, সুযোগটা আর মেস করেননি পউলো দিবালা। উড়ে এসেছিলেন তিনি মাদ্রিদে। আনহেল কোরেয়া আবার খেলেন মাদ্রিদেই, অ্যাতলেতিকোর জার্সিতে। আর্জেন্টাইন এই দুই তারকাকে দুই পাশে রেখে উপলক্ষটা স্মরণীয় করে রাখলেন লাতিন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লাউদিও তাপিয়া।

৩. ৩. আন্তোয়ান গ্রিয়েজমান কিংবা ডিয়েগো গোদিন- কেউই আর্জেন্টাইন নন। তবে কোপা লিবার্তাদোরেস ফাইনালের উত্তাপ মিস করতে চাননি তারা। খেলা না থাকায় ফরাসি ফরোয়ার্ড ও উরুগুইয়ান ডিফেন্ডার হাজির হয়েছিলেন বার্নাব্যুতে।

৪. ৪. খেলা ছাড়ার পর ইন্টার মিলানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন হাভিয়ের জানেত্তি। আর্জেন্টিনার জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা এই ডিফেন্ডারও ইতালি থেকে উড়ে এসেছিলেন ‘সুপার ক্লাসিকো’ দেখতে।

৫. ৫. লিগের খেলা আগেই শেষ হয়ে গেছে মাউরো ইকার্দির। ইউরোপেই যখন বোকা-রিভারের কোপা লিবার্তাদোরেস ফাইনাল, তখন কি আর সুযোগটা হাতছাড়া করা যায়! ইন্টার মিলানে খেলা এই আর্জেন্টাইনও ম্যাচ উপভোগ করেছেন বার্নাব্যুর গ্যালারিতে বসে।

৬. ৬. জাতীয় দল তার কলম্বিয়া। ক্লাব ফুটবলে খেলেন আবার বায়ার্ন মিউনিখে। তবে বোকা-রিভারের উত্তেজনাকর দ্বৈরথ গ্যালারিতে বসে দেখার ‘লোভ’ সামলাতে পারেননি হামেস রোদ্রিগেস। উড়ে এসেছিলেন তিনি জার্মানি থেকে। গ্যালারিতে ভক্তদের সেলফির আবদারও মেটাতে হলো এই ফরোয়ার্ডকে।

৭. ৭. ক্রিস্তিয়ানো রোনালদো আসেননি। তবে তার জুভেন্টাস সতীর্থ জর্জিও কিয়েল্লিনি উত্তেজনাকর দ্বৈরথের বাইরে থাকতে পারেননি। খেলা না থাকায় তিনিও এসেছিলেন ইতালি থেকে।

৮. ৮. কাজের কারণে এখন মাদ্রিদের বাসিন্দা ডিয়েগো সিমিওনে। সেখানেই যখন ফুটবলের অন্যতম সেরা দ্বৈরথ, তখন না এসে থাকেন কী করে! বার্নাব্যুর গ্যালারিতে উপস্থিত ছিলেন অ্যাতলেতিকোর এই আর্জেন্টাইন কোচও।

৯. ৯. সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার গুঞ্জন অনেকবারই শোনা গেছে তার। সেই মাঠে যখন এসেছিলেন, তখন সুন্দর মুহূর্ত না থাকলে কী চলে! পাউলো দিবালা ক্যামেরায় বন্দি করে রাখলেন উপলক্ষটা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া