X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আরেকটি সিরিজ জয়ের সামনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ০৯:০০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:০০

বাংলাদেশ দলের অনুশীলন প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ (মঙ্গলবার) জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। সেই লক্ষ্য নিয়েই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও গাজী টিভিতে।

৫০ ওভারের ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সামনে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি। তবে হেরে গেলেও সিলেটের তৃতীয় ম্যাচে সুযোগ থাকবে। তবে মিরপুরেই কাজটা সেরে রাখার লক্ষ্য মাশরাফিদের।

জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। ২০০৯ সালে প্রথমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা। পরের জয়টি এসেছে ঘরের মাঠে ২০১২ সালে। ৫ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। এরপর চলতি বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

প্রথম ওয়ানডের মতো এই ম্যাচটিতেও আছে মাইলফলক ছোঁয়ার উপলক্ষ। বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল একসঙ্গে শততম ওয়ানডে খেলতে নামবেন মিরপুরের ২২ গজে।

একই সঙ্গে এই ম্যাচে মাশরাফি যখন টস করতে নামবেন, অধিনায়ক হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেওয়া সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারকে (৬৯) ছুঁয়ে ফেলবেন তিনি। পাশাপাশি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটিও খেলে ফেলতে পারেন মাশরাফি। আগামী বছরের অক্টোবরের আগে এই মাঠে আর কোনও ওয়ানডে ফরম্যাটের ম্যাচ নেই। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের অবসর নিয়ে যে ইঙ্গিত, তাতে ততদিনে ক্রিকেট থেকে তার বিদায় নেওয়ার কথা।

এমন একটি ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। তামিম যেমন বললেন, ‘এই ম্যাচটি আমাদের পাঁচ ক্রিকেটারের শততম ম্যাচ হতে যাচ্ছে। আশা করি আমাদের এই মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারব।’

টেস্টের মতোই দুর্দান্ত দাপট দেখিয়ে প্রথম ম্যাচটি জিতছে স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের পেস আক্রমণ ভালোভাবেই সামলেছেন মুশফিক-লিটনরা। দ্বিতীয় ওয়ানডেতেও সেই ধারাবাহিকতা ধরে রাখার পরিকল্পনা বাংলাদেশের। যদিও কাজটা খুব একটা সহজ হবে না। কারণ সিরিজ বাঁচিয়ে রাখতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।

মাশরাফিও মনে করেন যে কোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে ক্যারিবিয়ানদের। প্রথম ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘শতভাগ নিশ্চিত, ওরা ফিরে আসার যথেষ্ট সামর্থ্য রাখে। আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যেন ভুল কম করি। আজকে (রবিবার) যেভাবে পারফর্ম করেছি সেই ধারাটা যেন বজায় থাকে।’

স্পিন বোলিং কোচ সুনীল যোশিও মঙ্গলবার সিরিজ জিততে আত্মবিশ্বাসী, ‘কালকেই (মঙ্গলবার) আমাদের জেতাটা জরুরি। জয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে জিততে গেলে ব্যাটি, বোলিং কিংবা ফিল্ডি- সব বিভাগে উন্নতি করতে হবে। আগের ম্যাচে প্রভাব বিস্তার করে জিতলেও কিছু ভুল ছিল। সেই ভুলের পুনরাবৃত্তি যেন পরের ম্যাচে না হয়।’

আজই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়ে গেলে বাংলাদেশ ২৪তম ওয়ানডে সিরিজ জিতবে। অধিনায়ক মাশরাফির মাইলফলক, পঞ্চপান্ডের মাইলফলকের ম্যাচ পেরিয়ে মিরপুরে মাশরাফির বিদায়ের ম্যাচও হয়ে যেতে পারে! এমন ম্যাচ নিশ্চিতভাবেই জয় দিয়ে রাঙাতে চাইবে বাংলাদেশ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!