X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিপিএলে স্মিথের খেলা নিয়ে সংশয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৬

স্টিভেন স্মিথ এবারের বিপিএলের অন্যতম চমক স্টিভেন স্মিথ। বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বিপিএলে স্মিথের খেলা আপাতত প্রশ্নের মুখে।

বিপিএলের বাইলজ অনুযায়ী, শুধু প্লেয়ার্স ড্রাফট থেকেই একজন খেলোয়াড়কে দলে নেওয়া যাবে। কিন্তু এবারের প্লেয়ার্স ড্রাফটে স্মিথের নাম ছিল না। তাই এ নিয়ে আপত্তি তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

মঙ্গলবার এ বিষয়ে বিপিএল টেকনিক্যাল কমিটির জরুরি সভা হয়েছে। সভাশেষে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘স্মিথের মতো একজন বিশ্বমানের ক্রিকেটার খেললে বিপিএলের আকর্ষণ অনেক বাড়বে, আন্তর্জাতিক অঙ্গনে বিপিএলের ইমেজও বৃদ্ধি পাবে। আমরা তাই চেয়েছিলাম স্মিথ বিপিএলে খেলুক। কিন্তু যেহেতু আপত্তি উঠেছে, তাই আমরা ৭ প্রতিযোগী দলের প্রতিনিধিদের সঙ্গে সভায় বসেছিলাম। তবে সেখানেও আপত্তি ওঠায় সমস্যা আরও বেড়ে গেছে বলা যায়।’

নতুন এই সমস্যার কারণে বিপিএল টেকনিক্যাল কমিটি ৭টি দলকে ড্রাফটের বাইরে একজন করে বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ দিতে চাইছে। কিন্তু বিপিএলের দলগুলো এ বিষয়ে একমত হতে পারেনি। জালাল ইউনুস জানিয়েছেন, ‘টেকনিক্যাল কমিটি প্রতিটি দলকে ড্রাফটের বাইরে একজন অতিরিক্ত ক্রিকেটার নেওয়ার সুযোগ করে দিয়েছে। তবে বেশিরভাগ দল একমত না হওয়ায় আমরা বাধ্য হয়েই বিষয়টি ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছি। এখন বিসিবিই স্টিভেন স্মিথের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

স্মিথের ভাগ্য তাই নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপরে। আপাতত অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া