X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সেঞ্চুরি ও বড় জুটিতে আশরাফুলের স্মরণীয় দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৮:২৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৩

মোহাম্মদ আশরাফুল (ফাইল ফটো) হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ডাক পাওয়া মোহাম্মদ আশরাফুল চমকে দিলেন চতুর্থ রাউন্ডে। উত্তরাঞ্চলের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিতে প্রথম দিন পার করেছেন পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান। বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে রনি তালুকদারের দুইশ ছাড়ানো অনবদ্য এক জুটিতে রানের পাহাড় গড়ছে পূর্বাঞ্চল।

৩ উইকেটে ৩৫৪ রানে দিন শেষ করেছে পূর্বাঞ্চল। শীর্ষ দল মধ্যাঞ্চল ৮ উইকেটে ২৩৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চলের বিপক্ষে।

পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পূর্বাঞ্চল। দ্বিতীয় উইকেটে রনিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুমিনুল হক (২৬)। ৪০ রানের জুটি গড়ে সোহাগ গাজীর শিকার হন অধিনায়ক।

মাহমুদুল হাসানের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন রনি, ৮২ বলে করেন ফিফটি। মাহমুদুল তার সঙ্গে তৃতীয় উইকেটে ৭২ রান এনে দিয়ে ফিরে যান। ২৯ রান করে সানজামুল ইসলামের বলে ধীমান ঘোষের ক্যাচ হন তিনি।

তারপর ক্রিজে অপ্রতিরোধ্য ছিলেন রনি আর আশরাফুল। ২৪১ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন দুজনে। রনি ১৪৭ বলে ১২ চার ও ২ ছয়ে দশম প্রথম শ্রেণির সেঞ্চুরি করেন। আর ৯৭ বলে টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি পাওয়া আশরাফুল প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২০তম শতক হাঁকান ১৮৩ বল খেলে। ১০৭ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। অন্য প্রান্তে ১৮৩ রানে টিকে ছিলেন রনি, ১৯টি চার ও ৫ ছয়ে সাজানো তার ইনিংস।

উত্তরাঞ্চলের পক্ষে একটি করে উইকেট নেন ইমরান আলী, সোহাগ ও সানজামুল।

মার্শাল ও সাদমানের জুটিতে প্রতিরোধ গড়ে মধ্যাঞ্চল মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করে দক্ষিণাঞ্চল। ১৬ রানে মধ্যাঞ্চলের ২ ব্যাটসম্যানকে ফেরায় তারা।

ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ৭৬ রান করা সাদমান ইসলাম ব্যাট হাতে উজ্জ্বল ঘরোয়া ক্রিকেটেও। মধ্যাঞ্চলের এই ওপেনার বিপদের সময় হাল ধরেন মার্শাল আইয়ুবকে নিয়ে। ৮৫ রানের জুটি গড়েন দুজন।

আব্দুর রাজ্জাক এই জুটি ভাঙেন মার্শালকে ৪৪ রানে ফিরিয়ে। তারপর সাদমান ইনিংস সেরা ৬০ রানে রানআউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মধ্যাঞ্চল। তাইবুর রহমান একপ্রান্ত আগলে রেখে ৪৩ রানে অপরাজিত ছিলেন।

আল আমিন হোসেন দক্ষিণাঞ্চলের পক্ষে তিনটি উইকেট নিয়ে সেরা বোলার। দুটি করে পান রাজ্জাক ও মেহেদী হাসান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!