X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাপোলি, পিএসজি আর লিভারপুলের ‘অগ্নিপরীক্ষা’

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

নাপোলিকে কঠিন পরীক্ষা দিতে হবে অ্যানফিল্ডকে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়নস লিগের একমাত্র গ্রুপ, যেখান থেকে এখনও শেষ ষোলো নিশ্চিত করেনি কোনও দল। তাই গ্রুপ পর্বে পর্দা নামার সপ্তাহে উত্তেজনার পারদ এখনও কমেনি। নকআউট নিশ্চিত করতে মঙ্গলবার রাতে মাঠে নামছে এই গ্রুপের নাপোলি, লিভারপুল ও প্যারিস সেন্ত জার্মেই। তিন দলকেই দিতে হবে কঠিন পরীক্ষা।

৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা নাপোলি অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুলকে, যারা ৬ পয়েন্ট নিয়ে তৃতীয়। আর ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল পিএসজি লড়াই করবে ঘরের মাঠে অপ্রতিরোধ রেড স্টার বেলগ্রেডকে। সব ম্যাচ হবে মঙ্গলবার দিবাগত রাত ২টায়। লিভারপুল-নাপোলির ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১, আর পিএসজি-রেড স্টারের ম্যাচ হবে সনি লাইভে।

লিভারপুল চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল ঘরের মাঠে পিএসজিকে ৩-২ গোলে হারিয়ে। কিন্তু ঘরের বাইরে তারা হেরেছে সব ম্যাচ, যার মধ্যে রেড স্টারের মাঠে ২-০ গোলে হারের হতাশাও আছে। তাছাড়া সবশেষ ম্যাচে পিএসজির মাঠে ২-১ গোলে হার তাদের কঠিন পরিস্থিতির সামনে ফেলেছে।

প্রিমিয়ার লিগের সবশেষ জয় আত্মবিশ্বাসী করে তুলেছে লিভারপুলকে লিভারপুল এখন খাদের কিনারায়। তাদের স্বস্তি একটাই, ম্যাচটা ঘরের মাঠে। ইয়ুর্গেন ক্লপের দলকে আত্মবিশ্বাস যোগাবে গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে ৪-০ গোলের জয়। ওই জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে তারা। চমৎকার হ্যাটট্রিকে নাপোলিকে এরই মধ্যে সতর্কবার্তা পাঠিয়ে রেখেছেন দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। এক কথায়, শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে লিভারপুলকে। তবে নির্ভার থাকতেই পারে নাপোলি, কারণ গতবারের ফাইনালিস্টদের কাছে হার এড়ালেই আবার নকআউটে ফিরবে ইতালিয়ান জায়ান্টরা।

আবার কার্লো আনচেলোত্তির দল হেরে গেলেও সুযোগ থাকবে পরের পর্বে যাওয়ার। সেক্ষেত্রে তাদের চোখ থাকবে পিএসজি ও রেড স্টারের ম্যাচে, ফরাসি চ্যাম্পিয়নরা বেলগ্রেডে হেরে গেলেই লিভারপুলের কাছে হারলেও গ্রুপের বাধা পেরোবে ইতালিয়ানরা।

অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে নির্ভার পিএসজি এদিকে বাজে শুরু করা পিএসজি হঠাৎ করে ফিরেছে পথে। লিভারপুলের কাছে হেরে এবারের মিশন শুরু করেছিল তারা। তারপর নাপোলির সঙ্গে দুটি ড্রয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল থোমাস টুখেলের দল। কিন্তু গত সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে লিভারপুলের বিপক্ষে জয় বদলে দেয় তাদের ভাগ্য। এখন তারা শেষ ষোলোর হাতছানি পাচ্ছে বেশ ভালোভাবে, এজন্য একটি পয়েন্ট তাদের জন্য যথেষ্ট হতে পারে। সেক্ষেত্রে লিভারপুল নাপোলির মাঠে জিতলে তিন দলেই হবে সমান ৯টি করে পয়েন্ট। তাতে হেড টু হেড কিংবা গোল ব্যবধানের কঠিন সমীকরণে যেতে হবে। আর জিতলে পিএসজি নির্দ্বিধায় চলে যাবে নকআউটে।

কিন্তু পিএসজির জন্য কঠিন ফাঁদ পেতে রেখেছে রেড স্টার। ঘরের মাঠে তারা যে অপ্রতিরোধ্য। এই ইউরোপিয়ান মৌসুমে প্রতিপক্ষকে একটি গোলও করতে দেয়নি তারা স্বাগতিক হিসেবে। যদিও প্যারিসে তারা ৬-১ গোলে হেরেছে আগের দেখায়। তারপরও আগের দুই ম্যাচে নিজেদের গোলপোস্ট অক্ষত রাখা রেড স্টার ধরে রাখতে চায় ধারাবাহিকতা। আর লিভারপুলকে শেষবার এই মাঠে হারানোর স্মৃতি এখনও সতেজ। জয়ের পুনরাবৃত্তি করতে পারলে তৃতীয় হয়ে আগামী ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে তারা, সেজন্য অবশ্য লিভারপুলের হারের জন্য প্রার্থনা করবে সার্বিয়ান দলটি।

শেষ ষোলোতে যাওয়ার সমীকরণ

নাপোলি লিভারপুলকে হারালে নিশ্চিত করবে শেষ ষোলো। তখন রেড স্টারের মাঠে যে কোনও ফলেই গ্রুপের বাধা পেরোবে পিএসজি।

* নাপোলির বিপক্ষে জিতলে লিভারপুলের নকআউটে যাওয়ার ভালো সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে তারা অপেক্ষা করবে পিএসজির হারের। তাহলেই সমান ৯ পয়েন্ট নিয়ে নাপোলির সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করবে প্রিমিয়ার লিগের শীর্ষ দল।

* কিন্তু পিএসজি যদি জিতে যায় কিংবা ড্র করে তখনও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে লিভারপুলের। এজন্য হেড টু হেডে নাপোলিকে পেছনে ফেলতে ম্যাচটি জিততে হবে অন্তত ২-০ গোলে।

* পিএসজি জিতলেই নিশ্চিত করবে শেষ ষোলো। তবে ড্র করলেও থাকবে সুযোগ, সেজন্য চাইতে হবে লিভারপুলের হার। কিন্তু ফরাসি চ্যাম্পিয়নরা ড্র করার পর লিভারপুল যদি জিতে যায়, সেক্ষেত্রে নাপোলির সঙ্গে হেড টু হেডে পিছিয়ে থাকায় বিদায় নিতে হবে প্যারিস ক্লাবকে। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!