X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিরপুরে শেষ ম্যাচ কিনা জানেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ২৩:২২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৫১

মাশরাফি মুর্তজা চারদিকের গুঞ্জন- ইংল্যান্ডে বিশ্বকাপ খেলেই ওয়ানডেকে বিদায় বলবেন মাশরাফি মুর্তজা। এর মধ্যে ঢাকায় আর কোনও একদিনের ম্যাচ খেলবে না বাংলাদেশ। তাতে করে ধরেই নেওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মাশরাফির শেষ ম্যাচ। হোম অব ক্রিকেটে ক্যারিয়ারের ‘শেষ ম্যাচ’ সুখের হয়নি অধিনায়কের। তবে হাজার হাজার ভক্তরা মিরপুরে এটাকে তার বিদায়ী ম্যাচ ধরে নিয়েই গ্যালারিতে উপস্থিত ছিলেন। অবশ্য কোনও কিছুরই নিশ্চয়তা দিলেন না মাশরাফি নিজে।

যদিও মাশরাফি এখনও এনিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাননি। কিন্তু তার ভক্তদের বিশ্বাস মিরপুরে এটাই বাংলাদেশ অধিনায়কের শেষ ম্যাচ! অতীতে ম্যাচ শেষ হওয়ার পরপরই গ্যালারি খালি হয়ে গেলেও মঙ্গলবার মাশরাফিকে শেষ দেখার অপেক্ষায় পুরস্কার দেওয়া পর্যন্ত অনেকেই দাঁড়িয়ে ছিলেন। শহীদ জুয়েল স্ট্যান্ডে এক দর্শক মাশরাফির অপেক্ষায় গ্রিল ধরে দাঁড়িয়ে ছিলেন। সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ অধিনায়ক ঢোকার পথে শহীদ নামের এক ভক্ত চিৎকার করে বলে উঠলেন, ‘মাশরাফি ভাই এখানে আপনার শেষ ম্যাচ, তাই কোনোভাবেই মিস করতে চাইনি।’

এরকম অনেক ‘শহীদ’ মিরপুর স্টেডিয়ামের গেটের বাইরে দাঁড়িয়ে। টিকিট না পেলেও মাশরাফির ‘শেষ ম্যাচের’ উত্তেজনা মাঠের বাইরে থেকেই নেওয়ার চেষ্টা করলেন তারা। কেউ কেউ কাঁদলেন প্রিয় মাশরাফিকে আর শেরে বাংলা স্টেডিয়ামের চত্বরে পাওয়া যাবে না বলে।

মাশরাফি তার প্রতি দর্শক সমর্থকদের অকৃত্রিম ভালোবাসার কথা ভালোই জানেন। কিন্তু এদিনের ঘটনা তাকে আরও আবেগী করে তুলেছে, ‘এই ভালোবাসা অবশ্যই হৃদয় স্পর্শ করবে এটাই স্বাভাবিক। আমার সামনে ঘটলে আমি আরও বেশি অনুভব করতাম। একজন ক্রিকেটার হিসেবে এটা ভালো লাগার ব্যাপার। তবে মানুষের এত আবেগ দেখে কষ্টও লাগে। একদিন না একদিন তো সবাইকে ক্রিকেট থেকে বিদায় নিতে হবে। এটাইতো স্বাভাবিক, যেমনটা এক-দেড় বছর আগে টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছি।’

সত্যিই কি মাশরাফি মিরপুরে শেষ ম্যাচ খেললেন? নাকি অদূর ভবিষ্যতে মিরপুরের ২২ গজে আবারও আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে তাকে! বাংলাদেশের সফল অধিনায়ক কোনও কিছুর নিশ্চয়তা দেননি, ‘এখন ওয়ানডে খেলছি, আর কিছুদিন হয়তো খেলব। আসলে সঠিকভাবে বলতে পারব না, কবে শেষ করব। আমি অনেকবার আপনাদের সামনে বলেছি আমি কোনও সিদ্ধান্ত নিয়ে তারপর কাজ করি না। এমনও হতে পারে, পরের ম্যাচ খেলেই অবসরে যেতে পারি! এভাবে কিছু বলা আমার জন্য কঠিন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা