X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘অসম্ভবকে সম্ভব করেছে টটেনহাম’

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪

বার্সেলোনার বিপক্ষে সমতা ফেরানোর পর টটেনহামের উদযাপন বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে টটেনহাম। অথচ ইউরোপিয়ান প্রতিযোগিতায় টিকে থাকাটা স্পারদের জন্য ‘অসম্ভব মিশন’ হিসেবে উল্লেখ করেছিলেন অনেকেই। সেই অসম্ভবকে সম্ভব করে গর্বিত ইংলিশ ক্লাবটির কোচ মাউরিচিও পোচেত্তিনো।

বাঁচা-মরার ম্যাচে প্রতিপক্ষ বার্সেলোনা, খেলা আবার তাদেরই মাঠে; টটেনহামের বিদায় ঘণ্টাই যেন শুনছিলেন নিন্দুকেরা। উসমান দেম্বেলের গোলে শুরুতে পিছিয়ে পড়ায় শঙ্কার মেঘ আরও জমাট বাঁধে। তবে ৮৫ মিনিটে লুকাস মউরার লক্ষ্যভেদে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট অর্জন করে সফরকারীরা। ওদিকে গ্রুপের অন্য ম্যাচে পিএসভি আইন্দহোফেনের মাঠ থেকে ইন্টার মিলান ১-১ গোলে ড্র করে ফেরায় ‘বি’ গ্রুপের রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে নাম তোলে টটেনহাম।

যদিও স্পারদের নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল প্রথম দুই ম্যাচ হারের পর। আর পিএসভির সঙ্গে ড্র করার পর অনেকেই তাদের বিদায় দেখে ফেলেছিলেন। সেই জায়গা থেকে শেষ ষোলোতে ওঠার আনন্দটা টটেনহাম কোচ পোচেত্তিনোর কাছে বাধভাঙা। ‘অসম্ভব মিশনে’ সফল হওয়ার পর তিনি বলেছেন, ‘আমি ভীষণ খুশি, ভীষণ গর্বিত। আমার মনে আছে, আইন্দহোফেনের ম্যাচের পর আমাদের ওপর আর কেউই আস্থা রাখেনি। তারা সবাই বলেছিল, এটা অসম্ভব মিশন। তবে আমরা অসম্ভবকে সম্ভব করে এখন এখানে (শেষ ষোলোতে)।’

ভক্তদের জন্য তার আনন্দটা আরও বেশি, ‘আমরা এখন পরের রাউন্ডে, এটা ক্লাবের জন্য বিশাল অর্জন। ভক্তদের জন্য আমরা ভীষণ খুশি, শুধু লন্ডনের ভক্ত নয়, গোটা বিশ্বের ভক্তদের জন্য আনন্দিত।’ সঙ্গে যোগ করেছেন, ‘এটা অনেক বড় একটা ধাপ ক্লাবের জন্য। নতুন বছরে পরের রাউন্ড খেলতে নামব নতুন স্টেডিয়ামে, আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার বিষয়।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!