X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিলেটে কঠিন লড়াইয়ের শঙ্কা মাশরাফির

রবিউল ইসলাম, সিলেট থেকে
১২ ডিসেম্বর ২০১৮, ২০:০৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২০:০৮

তৃতীয় ম্যাচের আগে চিন্তিত মাশরাফি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে দাঁড়িয়ে থাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে কেমন যেন বিরূপ সম্পর্ক বাংলাদেশের! এখানে একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা এবং হেরেছে দুই ম্যাচেই। এবার ওয়ানডে জয়ের চ্যালেঞ্জ। আগামী শুক্রবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে স্বাগতিক দল? মাশরাফি মুর্তজার ধারণা, শেষ ম্যাচে তীব্র লড়াই হবে।

বুধবার পৌনে তিনটার ফ্লাইটে সিলেটে আসার পর অনুশীলন করেননি ক্রিকেটাররা, বিশ্রাম নিয়েছেন। শেষ ওয়ানডেকে সামনে রেখে অনুশীলন হবে বৃহস্পতিবার। দ্বিতীয় ম্যাচ জিততে পারলে সিলেটে অনেক নির্ভার হয়ে নামতে পারতো বাংলাদেশ দল। সিরিজ মুঠোবন্দি করার সুযোগ হাতছাড়া হওয়ায় মাশরাফি হতাশ, ‘অবশ্যই সিরিজ জেতা কঠিন হয়ে গেলো। ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে পারলে অনেক সুবিধা হয়। দ্বিতীয় ম্যাচ জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকতো। এখন ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে।’

ব্যর্থতা ভুলে অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে সাফল্যের পথে এগিয়ে যেতে চাইছেন ওয়ানডে অধিনায়ক, ‘এমন পরিস্থিতিতে আমরা আগেও ক্যামব্যাক করেছি। আগামী ম্যাচে আমাদের সব সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে, হাফচান্সকে ফুলচান্সে রূপ দিতে হবে, ঢাকার চেয়ে অনেক ভালো খেলতে হবে। সিলেটের উইকেট সাধারণত ভালো হয়। এবার অবশ্য শিশিরের জন্য সমস্যা হতে পারে। সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই আমাদের লড়াই করতে হবে।’

আগের ম্যাচের সব ভুল সংশোধন করেই মাঠে নামার লক্ষ্য মাশরাফির, ‘গতকালের ম্যাচটা আমাদের জন্য ছিল হতাশাজনক। তবে সব ভুল সংশোধন করতে পারলে অবশ্যই পরের ম্যাচে জেতা সম্ভব। আমাদের শুধু তিন বিভাগেই ভালো খেলতে হবে।’

দ্বিতীয় ম্যাচে তিন-তিনটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। অথচ অনুশীলনে ফিল্ডিংয়ের পেছনে দীর্ঘ সময় ব্যয় করেন ক্রিকেটাররা। দলের বাজে ফিল্ডিং দেখে মাশরাফি বিস্মিত, ‘আপনারা যদি আমাদের প্র্যাকটিসের সময় মাঠে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমরা কোন লেভেলের ফিল্ডিং প্র্যাকটিস করি। আমরা অন্য কিছু না করলেও নিয়মিত ফিল্ডিং প্র্যাকটিস করি। আসলে একটা ক্যাচ ড্রপ হলে মনের মধ্যে অস্বস্তি চলে আসে। তখন সহজ ক্যাচও মিস হয়ে যায়। এটা মানসিক ব্যাপার। পরপর দুই ম্যাচে আমরা কয়েকটি ক্যাচ মিস করেছি। ভুল থেকে শিক্ষা নিয়েই পরের ম্যাচে আমরা নামতে চাই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা