X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কোহলির ইচ্ছায় কুম্বলের বিদায়!

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ২২:৫৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৩০

বিরাট কোহলি ও অনিল কুম্বলে ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে অনিল কুম্বলের সরে দাঁড়ানো নিয়ে কম জল ঘোলা হয়নি। নতুন করে ইস্যুটি আবার সামনে এসেছে ফাঁস হওয়া ই-মেইলে। ভারতীয় সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনের (সিওএ) সদস্য ডায়না এডুলজির দাবি, বিরাট কোহলিই কলকাঠি নাড়িয়েছিলেন কুম্বলের বিদায়ে।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর সরে দাঁড়ান তিনি। ওই সময় কিংবদন্তি এই স্পিনারের পদত্যাগের কারণ হিসেবে কোহলির নাম উচ্চারিত হয়েছিল বারবার। বলা হয়েছিল, ভারতীয় অধিনায়কের সঙ্গে সম্পর্কের টানাপোড়নে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন তিনি। ওই ঘটনাই এবার নতুন ‍করে সামনে এসেছে ফাঁস হওয়া ই-মেইলে। যেটি ছেপেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’।

সিওএ’র আরেক সদস্য বিনোদ রাইকে পাঠানো ই-মেইলে ডায়না জানিয়েছেন, অনিল কুম্বলে সরে যাওয়ার পর রবি শাস্ত্রীকে নিয়োগ দিয়ে ‘নিয়ম ভেঙেছে’ বিসিসিআই। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কুম্বলে কোচ থাকার সময় তার ‍বিরুদ্ধে একের পর এক বার্তা পাঠিয়ে কোহলি কান ভারি করে তুলেছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরির।

কোহলি ও কুম্বলের ঘটনা সামনে এসেছে ভারতীয় মহিলা দলের কোচ নিয়োগ প্রক্রিয়ায়। মহিলা দলের কোচ নির্বাচন প্রক্রিয়ায় কুম্বলে-কোহলির বিষয়টি উদাহরণ হিসেবে বিনোদের সামনে এনেছেন ডায়না। ভারতীয় মহিলা দলের অধিনায়ক হারমানপ্রিৎ কর ও সহ-অধিনায়ক স্মৃতি মন্দনা সিওএ ও বিসিসিআইকে অনুরোধ করেছেন, যেন ভারপ্রাপ্ত কোচ রমেশ পাওয়ারকে রেখে দেওয়া হয়।

এই ঘটনায় বিনোদ জানিয়েছেন, খেলোয়াড়রা কখনও কোচিং স্টাফ নির্বাচনে ভোট দিতে পারেন না। আর এই জায়গাতেই কোহলি ও কুম্বলের ঘটনা বিনোদের সামনে এনেছেন ডায়না তার পাঠানো ই-মেইলে। ফাঁস হওয়া ওই ই-মেইলে ডায়না লিখেছেন, ‘সিএসি (ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি) বলার পরও কুম্বলের কাজ চালিয়ে যেতে দেননি কোহলি। তা হলে এই দুজন (হারমানপ্রিৎ ও স্মৃতি) দলের ভালোর জন্য তাদের অনুভূতি কেন প্রকাশ করতে পারবেন না।’

মহিলা দলের দুই ক্রিকেটারকে সমর্থন দিয়ে ডায়না আরও লিখেছেন, ‘তারা (হারমানপ্রিৎ ও স্মৃতি) নিজেদের মতামত জানানোর ব্যাপারে সত্য বলেছে। কোহলির মতো তো আর করেনি যে, সিরও কাছে প্রতিনিয়ত বার্তা পাঠিয়েছে। তার সেই চেষ্টা সফল হয়েছে ও বদল হয়েছে কোচ।’ তাই কুম্বলেকে ‘সরিয়ে’ শাস্ত্রীকে দেওয়া নিয়োগে নিয়ম ভাঙা হয়েছে বলে দাবি ডায়নার, ‘কুম্বলে এমনিতেই কিংবদন্তি, অথচ তাকে খলনায়ক বানানো হয়েছে। স্বেচ্ছায় তার সরে যাওয়াকে আমি সম্মান জানাই। তখন নিয়ম ভাঙা হয়েছিল, আর সেটা নিয়ে আমি প্রতিবাদও করেছিলাম।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া