X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

বছরের শেষটা জয় দিয়ে রাঙানোর আশা মাশরাফির

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৩ ডিসেম্বর ২০১৮, ২০:১১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:২১

জয় দিয়ে শেষটা রাঙাতে চান মাশরাফি। চলতি বছর ওয়ানডে ফরম্যাটে দারুণ কেটেছে বাংলাদেশের। দেশে ও দেশের বাইরে এই ফরম্যাটে সাফল্যের পাল্লাই ভারি মাশরাফিদের। সবমিলিয়ে ১৯ ম্যাচে জয় ১২টিতে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বছরের শেষ ওয়ানডে। আর তা জয় দিয়েই রাঙাতে চায় স্বাগতিকরা।

ঢাকায় দ্বিতীয় ম্যাচটিতে জিতে ১-১ সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি দুই দল। এই ম্যাচটি জিতে বছরের শেষটা রাঙানোর আশা অধিনায়ক মাশরাফির, ‘জয় দিয়ে শেষ করতে পারলে ভালো হবে। প্রথম ম্যাচের পর বলেছিলাম এ বছর জয়ের হার অনেক ভালো। তাইতো শেষ ম্যাচটিতেও জয় দিয়ে শেষ করতে চাই। আশা করি ছেলেরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

বছরটা ভালো কাটলেও এশিয়া কাপ, নিদাহাস ট্রফি এবং বেশ কয়েকটি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল না জেতার আক্ষেপটা মাশরাফির কণ্ঠে ঠিকই আছে, ‘আমাদের বড় কিছু টুর্নামেন্ট জেতার সুযোগ ছিল। বছরের শুরুতেও একটা ত্রিদেশীয় সিরিজ হেরেছি। এছাড়া সব মিলিয়ে আমার কাছে মনে হয় ওয়ানডে ফরম্যাট বেশ ভালো গিয়েছে। তাই শেষটাও জয় দিয়ে শেষ করতে পারলে ভালো হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডে। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ যাবে ইংল্যান্ডে বিশ্বকাপে অংশ নিতে। সেই লক্ষ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসের রসদ যোগাতে চাইছেন মাশরাফি, ‘এ ম্যাচটা জিততে পারলে পরবর্তী সিরিজের আত্মবিশ্বাস ভালো থাকবে। টি-টোয়েন্টি সিরিজেও এই আত্মবিশ্বাস কাজে দেবে। পরবর্তীতে নিউজিল্যান্ডের সফর আছে, সেখানে কাজে দেবে। আসলে জিততে থাকলেও যে কোন দলের ভেতরে আত্মবিশ্বাস বেড়ে যায়।’

সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বেশ কিছু রান কম হলেও ডেথ ওভারের বোলিংয়েই মূলত হেরেছে বাংলাদেশ। শেষ তিন ওভারে জিততে ক্যারিবিয়ানদের লাগতো ৩২ রান। রুবেল-মোস্তাফিজ কেউই ওই ম্যাচে ডেথ ওভারে নিজেদের সেরাটা দিতে পারেননি। সেই ব্যর্থতার পরেও মাশরাফি তার বোলারদের ওপর আস্থা রাখছেন, ‘আসলে পেসের ওপর অনেক কিছু ম্যাটার করে। বৈচিত্র্য ও গতির ওপর নির্ভর করে। রুবেল ওয়েস্ট ইন্ডিজ ও এশিয়া কাপে বাংলাদেশের অন্যতম সেরা ডেথ বোলার। ওই সময় আমাদের বেস্ট বোলারদের রাখা দরকার। যার পেসে বৈচিত্র্য আছে। এদিক থেকে চিন্তা করলে আমাদের পরিকল্পনায় সব সময় রুবেল ও মোস্তাফিজ আছে।’

আগের ম্যাচে শুধু ডেথ ওভারের বোলিংয়েই সমস্যা হয়নি বাংলাদেশের। শেষ ৫ ওভারে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকেও প্রত্যাশিত রান আসেনি। শেষ ৫ ওভারে মাত্র ২৭ রান আসতে স্কোরবোর্ডে ১৫-২০ রানের গ্যাপ থেকে যায় শেষ পর্যন্ত। শুক্রবারের ম্যাচে এ বিষয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছেন ওয়ানডে অধিনায়ক, ‘গত ম্যাচে  মিরাজ পর্যন্ত ব্যাট করা লাগবে আশা করিনি।  যেহেতু দুজন সেট ব্যাটসম্যান ছিল, বাইরে আরও দুজন (সৌম্য আর লিটন) ছিল। আমরা ফোকাস করছি কীভাবে স্লগ ওভারে আরও রান করা যায়। আশা করি যারা বড় ইনিংস খেলার সুযোগ পাবে, তারা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে।’

মাশরাফির আশা সিলেটের উইকেট ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং স্বর্গ হয়ে উঠবে, ‘উইকেট এখনো দেখা হয়নি। তবে সবাই বললো মিরপুরের মতো প্রায় একইরকম উইকেট হবে। ব্যাটিং সহায়ক হবে। টেস্ট ম্যাচের কথা বাদ দিলে এখানে সব সময়ই রান ওঠে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ