X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

টিকিটের জন্য হাহাকার

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:১৪

সিলেটে টিকিট কিনতে আগ্রহীদের ভিড়। টিকিট চাই, টিকিট…আপাতত এটাই পুরো সিলেটবাসীর স্লোগান! ক্রিকেট সংশ্লিষ্ট কাউকে পেলেই কাকুতি মিনতি করে টিকিট চাইছেন স্থানীয় ক্রিকেট ভক্তরা। উদ্দেশ্য একটাই-মাঠে বসে খেলা দেখা চাই। সেই আশায় টিকিটের জন্য হাহাকার স্থানীয় ভক্তদের। 

অন্যসব শহরের মতো সিলেট শহরেও চলছে নির্বাচনি প্রচারণা। তবু নির্বাচনি আমেজ এক পাশে ঠেলে ক্রিকেট উৎসবে মেতে উঠেছে সিলেটের ক্রিকেটপ্রেমীরা। কারণ এমন সুযোগ বার বার আসে না। একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বুধবার সিলেটে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

লাক্কাতুরা এলাকায় চা বাগান বেষ্টিত স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ভেন্যুতে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ হলেও এখনো কোনও ওয়ানডে হয়নি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়েই অভিষেক হবে ওয়ানডে ক্রিকেটের। এমন আয়োজনের সাক্ষী হতে একটি টিকিটের প্রত্যাশায় হন্যে হয়ে ঘুরছেন তারা।

টিকিট পেতে লম্বা লাইন। স্টেডিয়ামের মূল প্রবেশ পথের ঠিক সামনে আসতেই দেখা গেলো হাজার হাজার মানুষের লম্বা লাইন। নির্বাচনের কারণে প্রথমে যে কেউই ভাববেন কোন জনসভার প্রস্তুতি চলছে হয়তো! কিন্তু না, এটা কোন জনসভার প্রস্তুতি নয়। শুক্রবারের তৃতীয় ম্যাচটি মাঠে বসে দেখার আশায় ভক্তরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন। অনুশীলনে আসা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের আসতেও বেগ পেতে হয়েছে এসময়। পুলিশকে বেশ ঘাম ঝরাতে হয়েছে টিকেট প্রত্যাশী ক্রিকেট ভক্তদের সামলাতে।

তবে লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীদের অভিযোগ, নির্ধারিত বুথে বেশি দামে বিক্রি হচ্ছে টিকিট। মামুন নামের এক ক্রিকেট ভক্ত দুটি টিকিট কিনেছেন, বুথ থেকে তাকে দেড়শো টাকা দামের টিকিট কিনতে হয়েছে আড়াইশো টাকায়। যদিও বুথে দায়িত্বরত টিকিট দাতাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বিষয়টি অস্বীকার করেন, ‘এখানে নির্ধারিত দামের বাইরে টিকিট বিক্রির করার কোন সুযোগ নেই।’

টিকিটের আশায় লাইনে আগ্রহীরা। এখানে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ ছাড়া মাশরাফিরও দেশের মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচ। ঠিক এই কারণেই সিলেটবাসীর কাছে এই ম্যাচটি এতোটা গুরুত্ব পাচ্ছে। তেমন আশাতে একাদশ শ্রেণির এক ছাত্র লাইনে দাঁড়িয়ে বাংলা ট্রিবিউনকে বললেন, ‘মাশরাফি ভাইয়ের শেষ ম্যাচ, এই ম্যাচটি আমাকে যে কোন মূল্যেই দেখতে হবে। আশা করি বাংলাদেশ এখানে সিরিজ জিতবে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি