X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিরিজ জয়ের কঠিন পরীক্ষা বাংলাদেশের

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০০

সিলেট স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমটি বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ জেতায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। সিলেটে সিরিজ জয়ের কঠিন পরীক্ষায় আজ শুক্রবার বেলা ১২টায় মুখোমুখি হচ্ছে দু’দল। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন।

ঢাকাতে টানা তৃতীয় সিরিজ জয়ের সুযোগটা হাত থেকে ফসকে গেলেও এখনো সিরিজ জয়ের সুযোগ আছে স্বাগতিকদের সামনে। মাশরাফি অবশ্য শেষ ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে আত্মবিশ্বাসী। চলতি বছর ওয়ানডে ফরম্যাটে দারুণ কাটানো বাংলাদেশ শেষ ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে নিতে আত্মপ্রত্যয়ী। অলিখিত ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দুই দল সিলেটে এক সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দুপুর একটায় অনুশীলন করলেও তিনটা থেকে বাংলাদেশ ঘাম ঝরিয়েছে। ফ্লাড লাইটের আলোতে ঘণ্টা দুয়েক অনুশীলন করে তারা হোটেলে ফিরেছে। তখন সাকিব-তামিম-মাশরাফি-রিয়াদের চোখে মুখে সিরিজ জয়ের আকাঙ্ক্ষা স্পষ্টই ফুটে উঠেছিল। মাশরাফির কণ্ঠেও তেমন সুর, ‘বছরের শেষ ম্যাচটা আমরা জিতে শেষ করতে পারলে ভালো হবে। আশা করি আগের ভুলগুলো শুধরে আজ আমরা মাঠে নামতে পারবো।’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের চলতি বছরটা অসাধারণ কাটলেও ক্যারিবিয়ানদের ক্ষেত্রে উল্টো। গত চার বছরে তারা একটি ওয়ানডে সিরিজও জিততে পারেনি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে সবশেষ সিরিজ জিতেছিল। দেশের বাইরে সেই সাফল্যতো আরও আগের। ২০১১ সালে বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা।

তাই প্রায় সাত বছর পর বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের সুযোগ আসলেও কাজটা মোটেও সহজ নয়। চলতি বছর ১৯ ওয়ানডে খেলে ১২ জয় পাওয়া বাংলাদেশ এই ফরম্যাটে অনেক বেশি শক্তিশালী।

অনুশীলনে সৌম্য, আরিফুল গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুশীলন শুরুর আগে একঘণ্টা টিম মিটিংয়ে বসে টিম ম্যানেজমেন্ট। সেখানেই অনেকটা নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের একাদশ! শেষ ম্যাচে গত দুই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করা ইমরুলের বদলি হিসেবে সুযোগ পেতে পারেন মোহাম্মদ মিঠুন। অন্যদিকে রুবেলকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে সাইফউদ্দিনকে। মাশরাফি জানালেন, ‘বেশ কয়েকাটা পরিবর্তন আসলেও আসতে পারে। দলের সবাই জানে কে খেলবে, কে খেলবে না।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। তাতে টেস্ট ও টি-টোয়েন্টির ‍দুটি ম্যাচেই বাজেভাবে হেরেছে। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে অতীত পরিসংখ্যান কিছুটা হলেও কী চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে? মাশরাফি মনে করেন, ‘ক্রিকেট এখানে এতোটা খেলার সুযোগ না পেলেও এমন না যে আবহাওয়া কিংবা কন্ডিশন সব বদল হয়ে যাচ্ছে।’

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গায়ানাতেই সিরিজ জিততে পারতো বাংলাদেশ। ওখানকার উইকেট অনেকটাই বাংলাদেশের মতো ছিল। কিন্তু গায়নাতে ক্যারিবীয়রা ১-১ সমতায় ফেরায় বাংলাদেশকে সেন্ট কিটসের কঠিন কন্ডিশনে গিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিততে হয়। আগের উদহারণ টেনে মাশরাফি বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজে সেন্ট কিটসে শেষ ম্যাচ খেলতে গেলাম। তখন কিন্তু আমাদের মধ্যে আলোচনা হয়েছে গায়ানায় সব শেষ করতে পারলে ভালো হত। কিন্তু সেন্ট কিটসে গিয়ে আমরা সেরা ক্রিকেট খেলতে পেরেছি। কারণ আমরা মানসিকভাবে তৈরি ছিলাম। এখানেও আমাদের মানসিকভাবে প্রস্তুত থেকে মাঠে নামতে হবে। আশা করি সবাই সবার সেরা ক্রিকেট খেলতে পারবে।’

এদিকে ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়াল সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী, ‘আমরা আগের ম্যাচটি জিতে আত্মবিশ্বাসী। আশা করি এখানেও আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারবো। দলের সবাই শাই হোপের ইনিংস দেখে আত্মবিশ্বাস পাবে।’

ওয়ানডে সিরিজটি অধিনায়ক মাশরাফির মাইলফলকের ম্যাচ। অধিনায়ক হিসেবে শুক্রবার ৭০তম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিতে নামবেন। এর বাইরেও হয়তো দেশের মাঠে মাশরাফির শেষ ম্যাচ হতে যাচ্ছে। আগামী বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অর্থে দেশের মাটিতে শুক্রবারের ম্যাচটিই হতে যাচ্ছে মাশরাফির শেষ ম্যাচ! এমন একটি ম্যাচে সতীর্থরা মাশরাফির জন্য সবটুকু দিয়ে লড়াই করবেন এটাইতো স্বাভাবিক!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!