X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবার ওয়ানডে আয়োজনে প্রস্তুত সিলেট স্টেডিয়াম

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩০

সিলেট স্টেডিয়াম টি-টোয়েন্টি ও টেস্টের পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবার হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে নয়নাভিরাম এই মাঠে অভিষেক হবে ওয়ানডের। আর দেশের জার্সিতে প্রথমবার এই মাঠে খেলবেন মাশরাফি মুর্তজা।

সিলেট স্টেডিয়ামের একদিকে টিলা, অন্যদিকে দিগন্ত বিস্তৃত চা-বাগান। চারদিকের সবুজাভ মনোরম পরিবেশের মাঝে গ্যালারিতেও সবুজের ছোঁয়া। মাঠের একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে ‘গ্রিন গ্যালারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত ওয়ানডে অভিষেকের জন্য। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

স্টেডিয়ামটির মূল ফটকে ঢোকার আগেই চোখে পড়বে রাস্তার পাশের চা বাগান। আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি, সবুজ টিলা আর নয়নাভিরাম চা বাগান বেষ্টিত এই স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ ‘গ্রিন গ্যালারি’। মাঠের পূর্ব দিকে টিলার মতো তৈরি করে বসার জন্য ১০টি ধাপ বানানো হয়েছে। নরম ঘাসের আচ্ছাদনে ঢাকা এই গ্যালারি দূর থেকে দেখলে মনে হবে সবুজ গালিচা।

উত্তর দিকে প্যাভিলিয়ন ভবনটি তিন তলা। প্যাভিলিয়নের পূর্ব দিকে স্কোরবোর্ডের পাশে গ্যালারি। মিরপুর স্টেডিয়ামের পর দেশের সবচেয়ে বড় ছাউনি এই গ্যালারিতেই। এখানে পাঁচ হাজার দর্শক বসে খেলা দেখতে পারে। সব মিলিয়ে ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা নয়নাভিরাম এই স্টেডিয়ামের। প্যাভিলিয়নের উল্টো দিকে প্রেসবক্স। বাংলাদেশের অন্যান্য স্টেডিয়ামে প্রেসবক্স উত্তর দিকে থাকলেও সিলেট স্টেডিয়ামে তা দক্ষিণ দিকে।

সিলেট স্টেডিয়ামের আউটফিল্ড আর পানি নিষ্কাশন ব্যবস্থা বিশ্বমানের। আউটফিল্ড যেমন দ্রুতগতির, তেমনি উইকেটও খুব ভালো। চারটি ড্রেসিংরুম নিয়ে খেলোয়াড়রা উচ্ছ্বসিত।  

আন্তর্জাতিক ক্রিকেটে এই স্টেডিয়ামের যাত্রা শুরু বছর চারেক আগে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬টি ম্যাচ হয়েছিল এই মাঠে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার একটি টি-টোয়েন্টিও আয়োজন করেছিল সিলেট। জিম্বাবুয়ে সিরিজে টেস্ট অভিষেকের পর এবার ওয়ানডে অভিষেক হচ্ছে এই স্টেডিয়ামের। অপরূপ প্রকৃতির মাঝে গড়ে ওঠা স্টেডিয়ামকে জয় উপহার দিতে পুরানো অতীত ভুলে যেতে চান মাশরাফি, ‘পেছনের কিছু মনে করে কোনও লাভ নেই।  (শুক্রবার) আমাদের নতুন ম্যাচ। নতুন কিছু করার সুযোগ আছে। খুব ব্যাকফুটে আছি তাও না। ১-১ সমতায় আছে। সিরিজ নির্ধারণী ম্যাচ। এটা এমন না যে আমাদের সব কিছু হারিয়ে যাচ্ছে। ইতিবাচক খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ তাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবে। আমাদের চেষ্টা করতে হবে সব বিভাগে সেরা ক্রিকেট খেলে জয় নিশ্চিত করা। এ মাঠে আগে কী হয়েছে সেটা ভেবে মাঠে নামলে আরও খারাপ হবে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে প্রস্তুত।’

সিলেট স্টেডিয়ামে সৌন্দর্য বিমোহিত মাশরাফি। এর আগে এই মাঠে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই সিলেট স্টেডিয়ামে মাঠে নামবেন বাংলাদেশের সেরা এই অধিনায়ক, ‘এই মাঠ অবশ্যই বাংলাদেশের অন্যতম সেরা। সিলেট এমনিতেই সুন্দর। স্টেডিয়ামের আশেপাশের এলাকাও খুব সুন্দর। ভিউয়ের কথা যদি বলেন তাহলে তো অবশ্যই এটা অন্যতম সেরা স্টেডিয়াম।’

মাশরাফির মতো ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক এই স্টেডিয়ামের প্রশংসায় পঞ্চমুখ, ‘এটা অনেক সুন্দর স্টেডিয়াম। এর সুযোগ সুবিধা অসাধারণ। আমি সত্যিই অভিভুত। এটা দেখতে দারুণ।’

এই স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা না থাকলেও বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মাশরাফি, ‘এই ভেন্যুতে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই আমাদের। বিপিএলে দুইটা ম্যাচ খেলেছিলাম। শিশির ছিল। এই সময়ে কেমন হচ্ছে সেটাও দেখার ব্যাপার। এখন এত কিছু ভেবেও লাভ নাই। কন্ডিশন যেমনই হোক আমাদের সেরাটাই দিতে হবে। আমরা প্রস্তুত নিজেদের উজার করে দিতে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টিতে কখনও জেতেনি। মাশরাফির নেতৃত্বে ওয়ানডে দিয়ে এবার এখানে বিজয় উল্লাসে মাতবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!