X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগে পরিবর্তনের সুযোগ দেখছেন না মাশরাফি

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:৫৩

মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশনের খোঁজে ছিলো টিম ম্যানেজমেন্ট। সেই পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন ১৬-১৭ জনের দল ইতোমধ্যেই গোছানো হয়ে গেছে। আগামী জুন-জুলাইতে ইংল্যান্ডের মাটিতে হবে বিশ্বকাপ। সেখানে আগের যে কোন সময়ের চেয়ে সেরা স্কোয়াড নিয়েই যেতে চান মাশরাফি।

ওপেনিং, ছয় এবং সাত নম্বরের ব্যাটিং অর্ডার নিয়ে মাশরাফি দুশ্চিন্তায় ছিলেন বেশ খানিকটা সময়। সেই সব জায়গায় কেবল সমস্যা দূর নয়, এখন একাধিক পারফরমারও তৈরি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে খেলা দল থেকেই বেশিরভাগ খেলোয়াড় বিশ্বকাপ খেলতে যাবে বলে ইঙ্গিত মাশরাফির, ‘খুব ভালো কয়েকটি ব্যাপার ঘটেছে এই সিরিজে। মিরাজ এই বছর ধরে খুব ভালো অবস্থানে আছে। সৌম্য  থিতু হচ্ছে। ইমরুল বিবেচনায় আছে। মিঠুন ফর্মে আছে। আমাদের ১৬-১৭ জনের একটি দল আছে, আমার কাছে মনে হয় ওরা সবাই ফিট থাকলে এখান থেকেই বিশ্বকাপের স্কোয়াড তৈরি হবে।’

বিশ্বকাপের আগে বেশ কিছু সিরিজ খেলবে বাংলাদেশ। সে হিসেবে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটবে না মাশরাফিরা। তেমন আভাসই দিয়ে রাখলেন তিনি, ‘বিশ্বকাপের আগে আমাদের কমপক্ষে সাতটি ম্যাচ আছে। তার আগে খুব বেশি পরিবর্তন করার সুযোগ নেই। আমরা এখান থেকেই দলটা তৈরি করবো।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সেরা কম্বিনেশন পেয়ে দারুণ তৃপ্ত মাশরাফি। ক্যারিবিয়ান সিরিজের সাফল্য নিউজিল্যান্ডে নিয়ে যেতে চান তিনি, ‘বিশ্বকাপের আগে ১২টি সিরিজের মধ্যে ৮টি জিতলে আত্মবিশ্বাসী হওয়ারই কথা। আমাদের সামনে নিউজিল্যান্ড সিরিজ। সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। গতবার আমরা ওদের ওখানে হেরেছি। আমার কাছে মনে হয়, এবার আমাদের দল আরও ভারসাম্যপূর্ণ। আগের বারের চেয়ে ভালো খেলবো। বিশ্বকাপের জন্যও কিছুটা হলে আদর্শ হবে। যদিও কন্ডিশন কিছুটা ভিন্ন। আশা করি আমরা ভালো খেলতে পারবো।’

তিন নম্বর পজিশনে ফিরে দুর্দান্ত ইনিংস খেলেছেন সৌম্য সরকার। সৌম্যকে চেনা রূপে দেখে মাশরাফি বললেন, ‘সৌম্য আমাদের জন্য তিনে বা ওপেনিংয়েই আদর্শ। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে সৌম্যকে তিনে খেলানো হয়েছে। আজকে ওর জায়গা ফিরে পেয়ে সে সেরাটা দিয়েছে।’

শুধু সৌম্য নয়, বিশ্বকাপের ভাবনায় পুরোটা জুড়েই আছেন  সাইফউদ্দিন। তাকে ভালো খেলতে দেখে মাশরাফিও দারুণ খুশি, ‘আজকে রুবেলও ছিল না। সম্প্রতি রুবেল আমাদের সেরা বোলারদের একজন। তার বদলে সাইফউদ্দিন নেমে ভালো করেছে। আশা করি এই ফর্মটা সাইফউদ্দিন ধরে রাখতে পারবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা