X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জেসুসের জোড়া গোলে শীর্ষে ফিরেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ২১:১০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:৫২

জেসুসের গোল উদযাপন এই প্রিমিয়ার লিগ মৌসুমে চেলসি প্রথম হারের তেতো স্বাদ পায় আগের ম্যাচে। গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে শনিবার তারা ফিরেছে জয়ে, পুনরুদ্ধার করেছে শীর্ষস্থানও। এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয়ে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে হারানো শীর্ষস্থান ফিরে পেয়েছে ম্যানসিটি। আবারও তাদের কাছ থেকে এক নম্বর স্থান ফিরে পাওয়ার লক্ষ্যে রবিবার ম্যানইউর মুখোমুখি হবে লিভারপুল। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্টে পিছিয়ে তারা।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন এদিন সের্হিয়ো আগুয়েরো। কিন্তু তাকে বেঞ্চে বসিয়ে রেখে জেসুসকে আক্রমণের নেতৃত্ব দেন পেপ গার্দিওলা। দারুণ সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১১ ম্যাচ পর লিগে গোল করলেন। গত আগস্টের পর প্রথমবার জাল খুঁজে পেলেন জেসুস।

অবশ্য সবার আগে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল এভারটন। রিচার্লিসন গোলমুখের সামনে দাঁড়িয়ে থেকেও পোস্টের ওপর দিয়ে শট নেন ১৫ মিনিটে। তার ৭ মিনিট পর লেরয় সানের অ্যাসিস্টে গোলমুখ খোলেন জেসুস। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে সিটিজেনরা। বিরতির কিছুক্ষণ আগে রিয়াদ মাহরেজকে ঠেকিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

তবে দ্বিতীয়ার্ধের কিছুক্ষণ যেতেই ব্যবধান আরও বাড়ায় ম্যানসিটি। ৫০ মিনিটে আবারও সানের বানিয়ে দেওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। ৬৫ মিনিটে ডোমিনিক কালভার্ট-লিউয়িন এভারটনের হয়ে এক গোল শোধ দেন। পরের মিনিটে সানের বদলি হয়ে মাঠে নামেন রহিম স্টারলিং। ফের্নান্দিনিয়োর ক্রসে ৬ গজ দূর থেকে তার লক্ষ্যভেদী হেডে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নেয় ম্যানসিটি।

দিনের আরেক ম্যাচে বার্নলের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে জয় পায় তারা। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিজেদের অবস্থান আরও শক্ত করল স্পাররা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ