X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ওয়ানডেতে সাফল্যে রঙিন একটি বছর

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৫ ডিসেম্বর ২০১৮, ২২:৫৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫

২০১৮ সালে ওয়ানডে সাফল্যের হারে বাংলাদেশের অবস্থান চতুর্থ সাফল্যের হার সবচেয়ে বেশি, তাই অনেকের মতে ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট। সেই ফরম্যাটে এ বছর দারুণ সাফল্য টাইগারদের। শুক্রবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে ছিল ২০১৮ সালের শেষ ওডিআই। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখে নেওয়া যাক মাশরাফির দলের সাফল্য-ব্যর্থতার খতিয়ান।

বছরের শুরুটা ছিল হতাশায় ভরা। জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ, হেরে যায় ৭৯ রানে। তখন কে ভেবেছিল, ঘুরে দাঁড়িয়ে বছরটা সাফল্যে উজ্জ্বল করে তুলবে টাইগাররা, জিতে নেবে তিনটি ওয়ানডে সিরিজই।  

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে কঠিন সফরে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিঃসন্দেহে কৃতিত্বের। সেপ্টেম্বরে দুবাই-আবুধাবির এশিয়া কাপে কীর্তিও কম নয়। উদ্বোধনী ম্যাচে তামিম ইকবাল আর ‍টুর্নামেন্টের মাঝপথে সাকিব আল হাসানের ইনজুরি দুর্ভাবনায় ফেলে দিয়েছিল দলকে। তবে দুই তারকাকে ছাড়াই ফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ ম্যাচে জিততে না পারলেও শেষ বল পর্যন্ত লড়াই করে হার মেনেছে ভারতের কাছে।

বাংলাদেশের বাকি দুটি সিরিজের অভিজ্ঞতা মধুর। অক্টোবরে নিজেদের আঙিনায় জিম্বাবুয়েকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছে অনায়াসে। আর সদ্যসমাপ্ত সিরিজে ক্যারিবীয়দের আবারও হারিয়েছে ২-১ ব্যবধানে।

২০১৮ সালে ২০টি ওয়ানডে খেলে ১৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। মানে সাফল্যের হার ৬৫ শতাংশ। এ বছর ওয়ানডে সাফল্যের হারে টাইগারদের অবস্থান চতুর্থ। প্রথম তিনটি স্থানে আছে ভারত (৭৫%), ইংল্যান্ড (৭৩.৯১%) এবং নিউজিল্যান্ড (৬৬.৬৬%)।

এমন সাফল্যে উচ্ছ্বসিত মাশরাফি মুর্তজা। ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপের দিকে চোখ ওয়ানডে অধিনায়কের, ‘একটানা জয় মানেই আত্মবিশ্বাস। এটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। সামনে নিউজিল্যান্ড সফর। সেখানে আগের সফরে আমরা হেরে গিয়েছিলাম। তবে আমাদের বর্তমান দলটা এখন অনেক ব্যালান্সড। আমার দৃঢ় বিশ্বাস, এবার নিউজিল্যান্ডে আগের চেয়ে ভালো খেলবো আমরা। আর তাহলে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবো বিশ্বকাপে।’

২০১৫ ওয়ানডে বিশ্বকাপ থেকে সাফল্যের পথে যাত্রা শুরু বাংলাদেশের। ইংল্যান্ডের মতো পরাশক্তিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠা টাইগাররা বিশ্বকাপের পর চমকে দিয়েছিল সবাইকে। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারত আর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমীহ আদায় করে নিয়েছিল ক্রিকেট দুনিয়ার। একটানা জয়ের সৌরভে র‌্যাংকিংয়ে উত্তরণ হয়েছে, আগামী বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাছাই পর্ব না খেলেই। এ বছরের সাফল্য তাই আরেকটি সফল বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা