X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শাকিরির জোড়া গোলে শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৫

শাকিরির জোড়া গোলে জিতেছে লিভারপুল শীর্ষস্থান ফিরে পাওয়ার লড়াইয়ে লিভারপুল অ্যানফিল্ড স্টেডিয়ামে ৩-১ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেডকে। বদলি খেলোয়াড় জারদান শাকিরির জোড়া লক্ষ্যভেদে এই জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে আবারও প্রিমিয়ার লিগের এক নম্বর আসন দখল করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

শুরু থেকে ইউনাইটেডের রক্ষণে মুহুমুর্হু আক্রমণ চালায় লিভারপুল। তার পুরস্কার পায় ২৪ মিনিটে। সাদিও মানের দারুণ গোলে এগিয়ে যায় লিভারপুল। অবশ্য বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩৩ মিনিটে গোলরক্ষক আলিসনের ভুলে গোল খেয়ে বসে তারা। জেসি লিনগার্ড ম্যানইউকে সমতায় ফেরান।

৭০ মিনিটে নাবি কেইটার বদলি মাঠে নেমে জাদু দেখান শাকিরি। ৭৩ ও ৮০ মিনিটে দুটি গোল করেন তিনি। তাতে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল লিভারপুল। আর এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি (৪৪)।

দুই মাসেরও বেশি সময় পর প্রথম গোল পেলেন এডেন হ্যাজার্ড। তাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের সেরা চারে টিকে থাকল চেলসি।

সাউদাম্পটনের বিপক্ষে গত ৭ অক্টোবর সবশেষ গোলের দেখা পান হ্যাজার্ড। বেলজিয়ান তারকা এদিন ১৭ মিনিটে পেদ্রোকে গোল বানিয়ে দেন। তারপর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে সোলি মার্চ এক গোল শোধ দিলেও সেটা স্বাগতিকদের পয়েন্ট উদ্ধারে যথেষ্ট ছিল না। ব্রাইটনের মাঠে এই জয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি।

এদিন সাউদাম্পটনে ৩-২ গোলে হেরে যাওয়া আর্সেনাল পয়েন্টে পিছিয়ে পড়েছে চেলসির সঙ্গে। দুইবার পিছিয়ে পড়লেও হেনরিক মিখিতারিয়ানের জোড়া গোলে সমতা ফেরায় গানাররা। কিন্তু খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে চার্লি অস্টিনের লক্ষ্যভেদী হেডে হারের লজ্জা পায় তারা। সাউদাম্পটনের পক্ষে জোড়া গোল করেন ড্যানি ইনগস। তাতে সব ধরনের প্রতিযোগিতায় টানা ২২ ম্যাচ অজেয় থাকার মর্যাদা হারাল গানাররা।

এই হারে আর্সেনাল ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ