X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাকিবের ব্যাটে সচল রানের চাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:২৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৪

সাকিবের ব্যাটে সচল রানের চাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমৃদ্ধ স্কোর বোর্ড গড়ার লক্ষ্য নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ৪ উইকেট পড়লেও রানের চাকা সচল রেখেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২ ওভারে ৮৬ রান।  

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতে ওশানে থমাসের ওভারে ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন ওপেনার তামিম ইকবাল। মিড অফে ঠিকমতো নাগাল না পাওয়ায় হাতে বল জমাতে পারেননি কার্লোস ব্র্যাথয়েট।

কট্রেলের পরের ওভারে অবশ্য আর থিতু হননি তামিম। শর্ট বলে পুল করতে গেলে বল টপ এজ হয়ে সেই মিড অফেই জমা পড়েন ব্র্যাথওয়েটের হাতে। তামিম ফেরেন ৫ রান করে।

পরের ওভারে সেই শর্ট বলেই বিপদ ডেকে আনেন আরেক ওপেনার লিটন দাস। এবার থমাসের বলে এগিয়ে এসে পুল করতে গিয়ে ঠিক একই জায়গায় ব্র্যাথওয়েটকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। বিদায় নেন ৬ রানে। পরে নামা সৌম্য সরকারও ছিলেন তামিম-লিটনদের অনুসারী। মেরে খেলার নেশায় সেই শর্ট বলেই ধরাশায়ী হন কট্রেলের বলে। পুল করতে গিয়ে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। টপ এজ হলে মিড উইকেটে ক্যাচ নেন পাওয়েল। সৌম্য বিদায় নেন মাত্র ৫ রান করে।   

দ্রুত তিন ব্যাটসম্যান ফিরলেও রানের চাকা সচল ছিলো বাংলাদেশের। তবে উইকেট বিলিয়ে দেওয়ার মানসিকতায় বিপদ আরও বাড়িয়ে যান মুশফিকুর রহিম। দলীয় ৪৮ রানে পয়েন্টে বল ঠেলে দৌড় দিলেও মাঝপথে দ্বিধায় ছিলেন সিঙ্গেল নিতে গিয়ে। আর সেই দ্বিধাই কাল হয়ে দাঁড়ায়। সরাসরি থ্রোতে তাকে রান আউট করে দেন রোভম্যান পাওয়েল।  

প্রথম পাওয়ার প্লের ভেতরে ৪ উইকেট পড়ে যাওয়ার পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব। ২৫ রান আসা এই ‍জুটি ভাঙে মাহমুদউল্লাহ খোঁচা মারতে গেলে। ১১তম ওভারে কট্রেলের বল খোঁচা মারতে গেলে ক্যাচ লুফে নেন কিপার। শুরুতে আম্পায়ার আউট দিলেও থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় ছিলেন। সেখান থেকেও মেলেনি কোনও সুসংবাদ। অপর প্রান্ত আগলে খেলতে থাকেন সাকিব। রানের চাকা সচল রেখে ব্যাট করছেন ৩৯ রানে।    

ওয়ানডে, টেস্ট সিরিজ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটেও জয়ের লক্ষ্য বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা