X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লিগ শিরোপার আশা ছাড়ছেন না হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

এডেন হ্যাজার্ড শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট পার্থক্য অনেকটা। তবে আশা হারাচ্ছেন না চেলসির এডেন হ্যাজার্ড। ব্যবধান ঘুচিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বপ্ন দেখছেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।

রবিবার ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে এসেছে চেলসি। ওই ম্যাচের পর শিরোপা জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন হ্যাজার্ড। দলের জয়ের পথে তিনি নিজে এক গোল করার পাশাপাশি পেদ্রোকে দিয়ে করিয়েছেন অন্যটি। এই জয়ে তৃতীয় স্থানে থাকা টটেনহামের (৩৯) চেয়ে এখন পিছিয়ে আছে তারা ২ পয়েন্টে। যদিও প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা যথাক্রমে লিভারপুল (৪৫) ও ম্যানচেস্টার সিটি (৪৪) থেকে পিছিয়ে আছে অনেকটা।

চেলসি কোচ মাউরিসিও সারি শিরোপার আশা একরকম ছেড়েই দিয়েছেন। যদিও হ্যাজার্ড কোচের সঙ্গে একমত নন। তার বিশ্বাস, প্রতিপক্ষদের সঙ্গে ব্যবধান ঘুচিয়ে শিরোপা জেতা সম্ভব চেলসির। ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘অবশ্যই মৌসুম শেষে আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে চাই। জানি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল ভালো দল, তবে আমরা তাদের সঙ্গে আছি (শিরোপা দৌড়ে)। কোনোভাবেই চাই না এখনকার মতো ব্যবধান থাক।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা জিততে চাই এবং হতে চাই ইংল্যান্ডের সেরা দল।’

ব্রাইটনের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরলেও শেষ পর্যন্ত দিতে হয়েছে পরীক্ষা। ৩৩ মিনিটে দুই গোল দেওয়ার পর স্বাগতিকরা ৬৬ মিনিটে এক গোল শোধ করায় শঙ্কা থেকেই যায়। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারার তৃপ্তি ঝরল হ্যাজার্ডের কণ্ঠে, ‘আমরা যেভাবে জিতেছি, শেষ পর্যন্ত কঠিন সময় ছিল। এই ম্যাচটা মৌসুমের ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় ম্যাচের পর।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!