X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আগ্রাসী মাহমুদউল্লাহকে পছন্দ সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৮, ১৫:০১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:০৫

আগ্রাসী মাহমুদউল্লাহকে পছন্দ সাকিবের ডুবতে বসা দলকে টেনে তোলার দৃষ্টান্ত বেশ কয়েকটি আছে মাহমুদউল্লাহর ক্যারিয়ারে। তাই ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে নামডাক রয়েছে তার। বৃহস্পতিবার যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজে ফেরার ম্যাচে খেললেন পাকা টি-টোয়েন্টি ব্যাটসম্যানের মতো। এমন মারকুটে মাহমুদউল্লাহকেই পছন্দ করেন সাকিব আল হাসান।

সাকিবের মতে প্রতিপক্ষ বোলারদের ওপর শুরু থেকে চড়াও হলে মাহমুদউল্লাহর ছন্দে ফিরতে সুবিধা হয়। আর প্রথম থেকে ধীর ইনিংস খেলতে থাকলে সেটা বড় করতে পারেন না বেশির ভাগ সময়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেমন ৬ নম্বরে নেমে শেলডন কট্রেলকে টানা তিন চার মেরে ইনিংসের গোড়াপত্তন করেন তিনি। একই ছন্দ ধরে রেখে ২১ বলে ৭ চারে ৪৩ রান করেন মাহমুদউল্লাহ, সাকিবের সঙ্গে করেন ৪২ বলে ৯১ রানের অসাধারণ জুটি।

মাহমুদউল্লাহর এমন আগুন ব্যাটিংই পছন্দ বাংলাদেশ অধিনায়কের, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই এরকম ইতিবাচক মানসিকতা নিয়ে খেললেই ভালো করে। আমার ধারণা ভুলও হতে পারে। কিন্তু আমার মনে হয় তার ইনিংস মেরামত করে খেলার চেষ্টা করা ভুল কৌশল। এই পথই (আগ্রাসী ব্যাটিং) তার জন্য বেশি মানানসই, বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।’

দলের বিপদের সময় ঘুরে দাঁড়াতে মাহমুদউল্লাহর আগ্রাসী ব্যাটিং কতটা কার্যকরী তার আরও একটি উদাহরণ আছে গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহর ১০২ রানের অপরাজিত ইনিংসে জিতে মাঠ ছাড়ে তারা। আরেক সেঞ্চুরিয়ান ছিলেন সাকিব। ২২৪ রানের জুটিতে তিনি অবদান রাখেন ইনিংস সেরা ১১৪ রান করে।

ওই ম্যাচের কথা মনে করিয়ে দিলেন সাকিব, ‘কার্ডিফে তার (মাহমুদউল্লাহ) ইনিংস যদি দেখেন, বুঝতে পারবেন কোনও সময় না নিয়ে শুরু থেকে আক্রমণে গেছেন। আমার মনে হয় তার এই আগ্রাসী মনোভাব ছোট সংস্করণের জন্য অনেক ভালো। এমনকি টেস্টেও যদি প্রথম থেকে মারতে পারে তাহলেও হয়তো তার শরীর চলা শুরু করবে এবং ইনিংস বড় করতে পারবেন।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!