ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড মৌসুমের মাঝপথেই ছাঁটাই করে দিয়েছে জোসে মরিনহোকে। দিশেহারা সেই ম্যানইউ ২০১৮ সালের শেষে এসে বদলে যাওয়া এক দল। নতুন কোচ উলে গুনার সুলশারের অধীনে পেয়েছে তারা টানা তৃতীয় জয়, যার সবশেষটি বোর্নমাউথের বিপক্ষে। রবিবার ঘরের মাঠে ৪-১ গোলের দাপুটে জয়ে বছর শেষ করেছে ‘রেড ডেভিলস’।
অন্তর্বর্তীকালীন কোচ সুলশালের অধীনে শুধু জয়ের পথেই ফেরেনি ম্যানইউ, প্রতিপক্ষদের একেবারে গুঁড়িয়ে দিচ্ছে তারা। মরিনহো চলে যাওয়ার পর পগ পগবাও জ্বলে উঠেছেন চেনা রূপে। তার জোড়া লক্ষ্যভেদেই বোর্নমাউথের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ১০ জনের ম্যানইউ। যে দলটি বড়দিনের আগেও ছিল হারের বৃত্তে বন্দি, ২০১৮ সালের শেষে সেই ম্যানইউ এখন ভয় ছড়াচ্ছে প্রতিপক্ষদের মনে।
দুর্দান্ত জয়ের পরও পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকতে হয়েছে ম্যানইউকে। তবে পঞ্চম স্থানে থাকা টটেনহামের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ৩-এ। ২০ ম্যাচ শেষে ম্যানচেস্টারের ক্লাবটির পয়েন্ট ৩৫। চ্যাম্পিয়নস লিগে খেলার জায়গা থেকে পিছিয়ে আছে ৮ পয়েন্টে।
ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের শুরুতেই উৎসবে ভাসান পগবা। বোর্নমাউথের বিপক্ষে সমর্থকদের অপেক্ষায় রাখেননি ফর্মে ফেরা ফরাসি মিডফিল্ডার। পঞ্চম মিনিটে তার লক্ষ্যভেদেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডানপ্রান্তে মার্কাস রাশফোর্ড চমৎকার পায়ের কাজে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে বোকা বানান, এরপর তার করা ক্রস পা বাড়িযে জালে জড়ান পগবা।
৩৩ মিনিটে আবারও গোল উদযাপন ম্যানইউয়ের। এবারও স্কোরার পগবা। বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা দুর্দান্ত হেডে করেন লক্ষ্যভেদ। আন্দের এরেরার বাড়নো বাতাসে ভাসানো বল অনেকটা লাফিয়ে জালে জড়ান পগবা। বোর্নমাউথ গোলরক্ষক লাফিয়েও ধরতে পারেননি ফরাসি মিডফিল্ডারের হেড।
বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান ৩-০ করে ম্যানইউ। প্রথম গোলের সহায়ক মার্কাস রাশফোর্ড এবার স্কোরারের ভূমিকায়। আন্থনি মার্সিয়ালের চমৎকার পাস ছোট বক্সের ভেতর থেকে জালে জড়িয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড। তবে প্রথমার্ধের বাঁশি বাজার আগে এক গোল শোধ করে বোর্নমাউথ। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন নাথান আকে।
বিরতি থেকে ঘুরে আসার পর ৭২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন বদলি খেলোয়াড় রোমেলু লুকাকু। পগবার বাড়ানো বল বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন বেলজিয়ান ফরোয়ার্ড। ওই গোলের পর ম্যানইউয়ের উৎসবে খানিকটা ভাটা পড়ে ৭৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে এরিক বেইলি মাঠ ছাড়লে। গোল ডটকম