ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোটে পড়া অ্যাঞ্জেলো ম্যাথুজের নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেছে। কিউইদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলা হচ্ছে না লঙ্কান অলরাউন্ডারের। চোট গুরুতর হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে পাওয়ার সম্ভাবনা কম শ্রীলঙ্কার।
ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনে হ্যামিস্ট্রিংয়ে টান পড়ায় মাঠ ছাড়তে হয় ম্যাথুজকে। পরে স্ক্যানে ম্যাথুজের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড টু স্ট্রেইন ধরা পড়েছে। লঙ্কানদের টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল নিশ্চিত করেছেন, চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ব্যাটসম্যানকে।
কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর চান্ডিমাল বলেছেন, ‘অ্যাঞ্জেলোর (ম্যাথুজ) স্ক্যান করা হয়েছে, হ্যামিস্ট্রিংয়ে গ্রেড টু স্ট্রেইন ধরা পড়েছে। ফিজিও জানিয়েছেন, সে চার সপ্তাহের জন্য ছিটকে গেছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ তো বটেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও ম্যাথুজের খেলা সংশয়ে পড়ে গেছে। তার ছিটকে যাওয়াটা সফরকারীদের জন্য কঠিন ধাক্কা। এমনিতেই নিউজিল্যান্ড সফরে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লঙ্কানদের। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে উজ্বল আলো ছড়িয়েছেন ম্যাথুজ। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে ২৫৮ রান করা ম্যাথুজকে মাত্র একবার আউট করতে পেরেছে স্বাগতিকরা।
কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে একটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। সীমিত ওভারের সিরিজ শুরু হবে ৩ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ের ওয়ানডে দিয়ে। নিউজিল্যান্ড সফর শেষে ২৪ জানুয়ারি দিবারাত্রির টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার মিশন শুরু করবে লঙ্কানরা। ক্রিকইনফো