গত দুই বছরে শ্রীলঙ্কা ৪৪ ওয়ানডে খেলে হেরেছে ৩৩টি। আর এই দলটির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফেভারিট হিসেবে নামবে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। কিন্তু ওয়ানডে র্যাংকিংয়ে নেমে যাওয়ার শঙ্কা কিউইদের সামনে।
গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ তে সিরিজ জিতে টেস্ট র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে তৃতীয় হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু এবার তার উল্টোটা হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সবগুলো না জিতলে প্রোটিয়াদের কাছে তিন নম্বর স্থানটি হারাবে কেন উইলিয়ামসনের দল।
১১২ পয়েন্ট নিয়ে বর্তমান র্যাংকিংয়ে তৃতীয় নিউজিল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে সিরিজ ২-১ এ জিতলেও দশমিক পয়েন্টে দক্ষিণ আফ্রিকার পেছনে পড়বে তারা। ১১১ পয়েন্ট হবে নিউজিল্যান্ডের। আর ৩-০ তে তারা সিরিজ জিতলে ১১৩ পয়েন্ট পাবে।
৭৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরে আট নম্বরে আছে শ্রীলঙ্কা। তারা ২-১ এ নিউজিল্যান্ডকে হারালে ৮১ পয়েন্ট নিয়ে একই জায়গায় থাকবে। আর কিউইদের হোয়াইটওয়াশ করলে হবে ৮৩ পয়েন্ট।বৃহস্পতিবার সকাল ৭টায় মাউন্ট মঙ্গানুইয়ে নতুন বছরের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আইসিসি