নতুন বছরে হারের সঙ্গে জরিমানাও গুনতে হচ্ছে লাসিথ মালিঙ্গাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলের সবাইকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ। অধিনায়ক লাসিথ মালিঙ্গার জরিমানার অংশটা অবশ্য বড়। তাকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ।
আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছিলো প্রথম ওয়ানডেতে। অবশ্য আইসিসির এই সংক্রান্ত পরিবর্তিত নিয়ম অনুসারে সামনে বড় বিপদ অপেক্ষা করছে লাসিথ মালিঙ্গার। আইসিসি জানিয়েছে, ‘এই ঘটনায় মালিঙ্গার ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। দলের সবাইকে বহন করতে হবে ১০ শতাংশ। ওয়ানডেতে শ্রীলঙ্কা আগামী ১২ মাসে মালিঙ্গার অধীনে দ্বিতীয়বারের মতো একই কাণ্ড করলে সেক্ষেত্রে তাকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।’
স্লো ওভার রেটের অভিযোগের পর মালিঙ্গা নিজের কৃতকর্ম স্বীকার করে নিয়েছেন। প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৪৫ রানে হেরেছে শ্রীলঙ্কা। সিরিজের আরও দুটি ওয়ানডে বাকি।