X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৯:১৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:০৮

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর বাকি একটি দিন। তার আগে ঢাকঢোল পিটিয়ে নতুন আসরে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করেছে রাজশাহী কিংস। বৃহস্পতিবার দলের জার্সি উন্মোচনের কাজটিও সেরে রেখেছে দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে মিরাজের ডেপুটি হিসেবে থাকবেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

জাতীয় দলের হয়ে গত বছরটা  ব্যাট আর বলে দারুণ গেছে রাজশাহী কিংসের এই তারকার। ১৪ টেস্টে বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। ১৫ ওয়ানডেতে নেন ১৮টি, সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি। ১০ টি-টোয়েন্টিতে নিয়েছেন মাত্র ২টি উইকেট।

এ নিয়ে তৃতীয় বারের মতো রাজশাহী কিংসে খেলছেন মিরাজ। তৃতীয় মৌসুমে নেতৃত্বের ভার পেয়ে তাই গর্ববোধ করছেন তিনি, ‘কিংসে এটা আমার তৃতীয় মৌসুম। তাই আনন্দটা অন্যরকম, অধিনায়ক হতে পেরে তো আরও গর্বিত। আশা করছি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।’

গর্বিত হওয়ারই কথা কারণ বিপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তাই রাজশাহী কিংসের হয়ে অধিনায়কত্ব করার সুযোগটাকে অনেক বড় করে দেখছেন, ‘বড় একটা সুযোগ। এত বড় জায়গায় আগে অধিনায়কত্ব করা হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইবার অধিনায়কত্ব করেছি। বিপিএলে বিভিন্ন দেশের খেলোয়াড় থাকে, তাই বড় একটি অভিজ্ঞতা হবে। আগের অভিজ্ঞতা আশা করি কাজে লাগবে।’

রাজশাহীতে মেন্টরের ভূমিকায় থাকবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। ২০১৬-১৭ মৌসুমে তারা চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থেকেছে রাজশাহী।

বিদেশি ক্রিকেটারদের মাঝে রাজশাহী কিংসে আছেন কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জোঙ্কার, ইসুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাট, সেক্কুগে প্রসন্ন ও মোহাম্মদ হাফিজ। দেশি তারকাদের মাঝে আরও আছেন মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হক।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!