X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বেলের চোটকে দুষছেন রিয়াল মাদ্রিদ কোচ

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৯, ১৯:২১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৯:২১

গ্যারেথ বেল ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এগিয়ে থাকার পরও পুরো পয়েন্ট না পাওয়ায় ভীষণ হতাশ ‘লস ব্লাঙ্কোস’ কোচ সান্তিয়াগো সোলারি। আর এই ড্রয়ে ফরোয়ার্ড গ্যারেথ বেলের চোটকে দুষছেন তিনি।

বৃহস্পতিবার লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল-ভিয়াররিয়াল। করিম বেনজিমা ও রাফায়েল ভারানের গোলে রিয়াল জয়ের স্বপ্ন দেখলেও সান্তি কাজোরলার জোড়া লক্ষ্যভেদে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফ ইনজুরিতে আর মাঠে নামা হয়নি বেলের।

গত কয়েক মৌসুম ধরেই চোটে ভুগছেন ওয়েলস তারকা। লম্বা সময়ের জন্য মাঠের বাইরেও থাকতে হচ্ছে তাকে। এবারের মৌসুমের শুরু থেকে নিয়মিত মাঠে থাকলেও আবার চোটের ধাক্কা। ভিয়ারিয়ালের বিপক্ষে ৩৮ মিনিটে সামান্য একটু ধাক্কা লেগেছিল তার, তাতেই দ্বিতীয়ার্ধে আর মাঠে নামা হয়নি বেলের।

তার বদলে ইসকো মাঠে নামলেও খেলার গতি আগের মতো আর ছিল না। তাই লিড থাকলেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়তে হয়েছে বলে মনে করছেন সোলারি। ড্রয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ বলেছেন, ‘জয়টা আমাদের হাতেই ছিল এবং আমরা সেটা করতেও চেয়েছি। কিন্তু তারা ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে। গ্যারেথের (বেলের) চলে যাওয়ার মূল্য দিতে হয়েছে আমাদের, সমস্যা হয়েছে। আমরা কাউন্টার অ্যাটাকের ধারটা মিস করেছি। এই জায়গায় গ্যারেথ বিশেষজ্ঞ।’

লুকা মদরিচকেও বদলি হয়ে ছাড়তে হয়েছে মাঠ। যদিও ক্রোয়েট মিডফিল্ডারকে তুলে নেওয়ার পরিকল্পনা আগেই ছিল বলে জানিয়েছেন সোলারি, ‘লুকা জ্বর থেকে সেরে ওঠার কাজ করছে। যে সময়টা খেলেছে আমাদের সবকিছু দিয়েছে। ওকে ৬০-৬৫ মিনিটের মতো পেয়ে আমি খুশি। আগে থেকেই পরিকল্পনা ছিল (মদরিচকে তুলে নেওয়ার)।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!