X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সোসিয়েদাদের কাছে ১০ জনের রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৯, ০১:৪৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০১:৫৩

হারের হতাশায় মুখ লুকালেন আদনান জানুজাই নতুন বছরে দুই ম্যাচ শেষেও জয়ের স্বাদ পেল না রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের সঙ্গে ড্রর পর রবিবার হেরে গেল তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে ১০ জনের রিয়ালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।

ঘরের মাঠে এই হারে লা লিগা টেবিলের ৫ নম্বরে নেমে গেছে রিয়াল। মাত্র ৩ মিনিটে পিছিয়ে পড়ে তারা। তারপর শেষ আধঘণ্টা একজন কম নিয়ে খেলেছে। তাতে চতুর্থ স্থানে থাকা আলাভেসের চেয়ে এক পয়েন্ট পেছনে পড়েছে সান্তিয়াগো সোলারির দল।

মাত্র ২ মিনিট যেতেই পেনাল্টি পায় সোসিয়েদাদ। ডিবক্সের মধ্যে মিকেল মেরিনোকে ফাউল করেন কাসেমিরো। উইলিয়ান হোসে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে অতিথিদের এগিয়ে দেন।

রিয়ালের জন্য আরও বাজে অভিজ্ঞতা অপেক্ষা করছিল। ৬১ মিনিটে মেরিনোকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লুকাস ভাসকেস।

বেনজেমার হতাশা তবে ভিনিসিয়াস জুনিয়রে ভর করে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ১০ জনের রিয়াল। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি। বরং বদলি নামার কিছুক্ষণ পরই উইলিয়ানের ক্রসে রুবেন পারদোর লক্ষ্যভেদী হেডে আরেকবার ধাক্কা খায় রিয়াল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ৭ মিনিট বাকি থাকলেও রিয়াল নাটকীয় কিছু করতে পারেনি।

এই হারে ১৮ ম্যাচ শেষে রিয়ালের প্রাপ্তি ৩০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সার (৩৭) সঙ্গে তাদের ব্যবধান ৭ পয়েন্টের। সোসিয়েদাদ ২২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১১ নম্বরে।

আরেক ম্যাচে সেভিয়ার মাঠে নেমেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। লিগ টেবিলের দুই ও তিনে থাকা দলের মুখোমুখি লড়াই শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে। ৩৭ মিনিটে উইসাম বেন ইয়েডারের গোলে এগিয়ে যায় সেভিয়া। বিরতির ঠিক আগে দারুণ ফ্রি কিকে সমতা ফেরান আন্তোয়ান গ্রিয়েজমান। এই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মাদ্রিদ। তিনে থাকা সেভিয়ার অর্জন ৩৩ পয়েন্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী