X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিজেদেরই দায়ী করছেন মদরিচ

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩২

লুকা মদরিচ আবারও এলোমেলো রিয়াল মাদ্রিদ। নতুন বছরে প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় খেলায় হারের মুখ দেখেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। এই ব্যর্থতায় অন্য খেলোয়াড়রা ভাগ্য কিংবা রেফারিংকে দোষ দিলেও লুকা মদরিচ নিজেদেরকেই দায়ী করছেন।

বছরের প্রথম ম্যাচে রিয়াল খেলতে গিয়েছিল ভিয়ারিয়ালের মাঠে। সেখানে পাওয়া ২-২ গোলের ড্রয়ের ধাক্কা কাটানোর মিশনে রবিবার রাতে ঘরের মাঠে নেমেছিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। ঘুরে দাঁড়ানো দূরে থাক, ব্যর্থতার বৃত্তে আবারও আটকে গেছে সান্তিয়াগো সোলারির দল! নিজেদের সমর্থকদের সামনে ২-০ গোলের হারে শিরোপা দৌড় থেকে আরও দূরে সরে গেছে রিয়াল। পয়েন্ট টেবিলে সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার জায়গাতেও নেই তারা।

জুলেন লোপেতেগির অধীনে বাজে পারফরম্যান্সে তাকে ছাঁটাই করে রিয়াল অস্থায়ী দায়িত্ব দিয়েছিল সোলারিকে। তবে এই আর্জেন্টাইনের দারুণ কোচিংয়ে মাদ্রিদের ক্লাবটি ঘুরে দাঁড়ালে তার সঙ্গে স্থায়ী চুক্তি করে রিয়াল। তবে আবারও অচেনা হয়ে দাঁড়িয়েছে রিয়ালের পারফরম্যান্স।

বাজে পারফরম্যান্সের জন্য নিজেদেরই দুষছেন দলটির মিডফিল্ডার লুকা মদরিচ। এবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘আমাদের বেশিরভাগই নিজেদের সেরা জায়গায় নেই। বছরের শুরু থেকে আমরা নিজেদের ছন্দে রাখতে পারিনি। বিষয়টা একেবারে পরিষ্কার, এটা ভাগ্যের কোনও ব্যাপার না।’

ভিয়ারিয়ালের বিপক্ষে জোরালো পেনাল্টির দাবি তুলেছিল রিয়াল। রেফারি না দেওয়ায় তা নিয়ে সমালোচনা হচ্ছে ‍খুব। মদরিচ অবশ্য কোনও অজুহাত দাঁড় করাচ্ছেন না, ‘হয়তো তিনি (রেফারি) বাজে একটি দিন কাটিয়েছেন। তবে আমাদের সমস্যা রেফারি কিংবা ভিএআর নয়। আমাদের সমস্যা অন্য জায়গায়।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?