X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদে ১৯ বছর বয়সী দিয়াস

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৯, ২২:১৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:১৪

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের (ডানে) সঙ্গে ব্রাহিম দিয়াস শীতকালীন দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জনটা। শেষ পর্যন্ত স্প্যানিশ মিডিয়ায় ছাপ হওয়া খবরটাই সত্যি হলো। ম্যানচেস্টার সিটি থেকে ১৯ বছর বয়সী ব্রাহিম দিয়াসকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

১৭ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ মিডফিল্ডারকে সান্তিয়াগো বার্নাব্যুতে এনেছে রিয়াল। এই অঙ্কের সঙ্গে বোনাস ও পারফরম্যান্সের ভিত্তিতে আরও যোগ হবে ৭ মিলিয়ন ইউরো। দিয়াসকে বিক্রি করে দিলেও এই স্প্যানিয়ার্ডের ১৫ শতাংশ স্বত্ব নিজেদের কাছে রেখে দিয়েছে ম্যানসিটি।

জুলেন লোপেতেগিকে বরখাস্ত করার পর সান্তিয়াগো সোলারিকে স্থায়ীভাবে নিয়োগ দেয় রিয়াল। আর্জেন্টাইন কোচ নাকি শুরু থেকেই নজরে রেখেছিলেন দিয়াসকে। ম্যানসিটির যুব দল পেরিয়ে মূল দলে জায়গা করে নেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড তার বুদ্ধিদীপ্ত ফুটবল দিয়ে ‍উজ্জ্বল ভবিষ্যতের চিহ্ন এঁকে দিয়েছেন।

জন্মস্থান মালাগার ক্লাব দিয়েই ফুটবল অঙ্গনে পা রাখেন দিয়াস। ২০১০ সাল থেকে মালাগার যুব দলে তিন বছর কাটিয়ে পাড়ি জমান ইংল্যান্ডে। ম্যানসিটির যুব দলেও তিন বছর নিজেকে ঝালিয়ে অতঃপর ২০১৬ সালে পেপ গার্দিওলার অধীনে তার সুযোগ মেলে ইংলিশ ক্লাবটির মূল দলে। চলতি লিগ মৌসুমে সিটিজেনদের হয়ে কোনও ম্যাচ না খেললেও গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছিলেন ৫ ম্যাচ। মাঝমাঠের এই খেলোয়াড় নামের পাশে অবশ্য গোল যোগ করতে পারেননি। সব মিলিয়ে ১৫ ম্যাচে ম্যানসিটির জার্সিতে দিয়াসের গোল সংখ্যা ২।

ইংল্যান্ড অধ্যায়ের পর আবারও স্পেনে নতুন জীবন কাটানোর অপেক্ষায় তিনি। রিয়ালে নাম লেখানোর পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ১৯ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘আমার সামনে তিনটি অপশন ছিল- রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ কিংবা রিয়াল মাদ্রিদ।’

মাদ্রিদের ক্লাবটিতে যোগ দিতে কতটা মুখিয়ে ছিলেন, সেটাই বুঝিয়েছেন দিয়াস। এবার মাঠের পারফরম্যান্সে তারা নিজেকে প্রমাণ করার পালা। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা