X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মেসি-নেইমারের কাছ থেকে শিখছেন আর্থার

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৯, ২০:৫৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

মেসির সঙ্গে আর্থার ক্লাবে সতীর্থ হিসেবে পাচ্ছেন লিওনেল মেসিকে, আর জাতীয় দলে খেলছেন নেইমারের সঙ্গে- আর্থারের নিজেকে ভাগ্যবান ভাবাটা স্বাভাবিক। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড জানিয়েছেন, তার উন্নতির পেছনে বড় অবদান রাখছেন মেসি ও নেইমার।

গত বছরের গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দিয়েছেন আর্থার। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিয়ো থেকে নাম লেখানোর পর এই মিডফিল্ডার কাতালান ক্লাবের জার্সিতে খেলেছেন ২০ ম্যাচ। ন্যু ক্যাম্পে নাম লিখিয়েই মানিয়ে নেওয়া এই ব্রাজিলিয়ান সতীর্থ হিসেবে পেয়েছেন মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে খেলে আত্মবিশ্বাসের জায়গা অনেক শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রতিনিয়ত মেসির কাছ থেকে শিখছেন আর্থার।

বার্সেলোনার মতো ক্লাবে মানিয়ে নেওয়ার পথে মেসির অবদান তুলে ধরেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তিনি বলেছেন, ‘সত্যি বলতে আমি প্রত্যাশা করিনি (মেসি এভাবে গ্রহণ করবে)। তার প্রতি আমার মুগ্ধতা সমসময়, আর আমার মতে এবং অনেকের বিবেচনায় সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’

মেসি আত্মবিশ্বাস জোগাচ্ছেন তার, ‘সে আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। মেসি অনুশীলন ও খেলায় অনেক সাহায্য করে। যখন বিশ্বের সেরা খেলোয়াড় আপনার প্রশংসা করবে, তখন এমনিতেই বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। আমার সঙ্গে এবং ড্রেসিংরুমের অন্য সবার সঙ্গে ওর আচরণ ও কথাবার্তায় সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ।’

শুধু মেসি নন, নেইমারও তার বেড়ে ওঠার পথে সাহায্য করছেন বলে জানিয়েছেন আর্থার। জাতীয় দল ব্রাজিলের জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সময় প্যারিস সেন্ত জার্মেই তারকা পরামর্শ দিয়ে আরও আত্মবিশ্বাসী করে তুলছেন বার্সেলোনা ফরোয়ার্ডকে। আর্থার বলেছেন, ‘জাতীয় দল থেকেই আমাদের (বন্ধুত্বের) শুরু। ও খুব সাধারণ ছেলে, খুব ভালো। আমাদের সম্পর্কটা বেশ কাছের, ব্রাজিল দলে ও আমাকে অনেক সাহায্য করে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি