X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘পিএসজিতে খুব ভালো আছে নেইমার’

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৫

‘পিএসজিতে খুব ভালো আছে নেইমার’ নেইমারকে নিয়ে দলবদলের গুঞ্জন থামার নয়। তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন আবার শোনা যাচ্ছে ইউরোপিয়ান মিডিয়ায়। যদিও প্যারিস সেন্ত জার্মেইয়ে ‘সুখী’ নেইমারকেই দেখছেন দলটির কোচ থোমাস টুখেল।

২০১৭ সালের গ্রীষ্মে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। বার্সেলোনার বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো মিটিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এনেও স্বস্তি নেই প্যারিসের ক্লাবটি। এই তারকা আসতে না আসতেই গুঞ্জন ওঠে তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার। সেটা শেষ হতে না হতেই শুরু হয়  নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন।

গত মৌসুমের পর চলতি মৌসুমেও থেমে থেমে শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার খবর। যদিও পিএসজি কোচ টুখেল তেমন কোনও সম্ভাবনা দেখছেন না। ব্রাজিলিয়ান অধিনায়ককে পার্ক দে প্রিন্সেসেই খুশি দেখছেন তিনি। জার্মান কোচ বলেছেন, ‘আমার মতে, নেইমার খুব, খুব ভালো আছে (পিএসজিতে)। সে পেশাদার এবং স্থির মানসিকতার বিচক্ষণ মানুষ।’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্যারিসের ক্লাবকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মানসিকতায় নিয়ে খেলছেন বলেও মন্তব্য করেছেন টুখেল, ‘ও এখানে খুব ভালো আছে, সেটা যেমন ড্রেসিংরুমে, তেমনি মাঠে। ওর কাজে আমরা সন্তুষ্ট। আমার মতে, নেইমারের মধ্যে পিএসজিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, আর ও সেটার দিকেই নজর রাখছে। কারণটাও স্পষ্ট, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জনটা সত্যি হওয়ার সম্ভাবনা খুব একটা দেখেন না কাতালান ক্লাবটির কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। গত মৌসুমে ন্যু ক্যাম্প ছাড়া এই মিডফিল্ডারের মতে, ব্রাজিলিয়ান তারকার বার্সেলোনা ফেরাটা ‘কঠিন’। ইনিয়েস্তা বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ওর ফেরাটা কঠিন। যদিও ফুটবলে আমরা অনেক কিছুই হতে দেখি।’ মিরর

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা