X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টস হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৩:২৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৩:৫৩

টস হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটানস টানা তিন ম্যাচ হেরে কঠিন চাপে খুলনা টাইটানস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম জয়ের খোঁজে শনিবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহরা।

দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া খুলনার জন্য সুসংবাদ, ফিরেছেন জুনায়েদ খান। চোটের কারণে মার্কিন পেসার আলী খানের বিপিএল শেষ। তার জায়গায় পাকিস্তানের বাঁহাতি পেসারকে নিয়ে এসেছে খুলনা। দুই বছর আগে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি জুনায়েদকে নিয়েই মাঠে নেমেছে খুলনা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এই ম্যাচে চোট কাটিয়ে কার্লোস ব্র্যাথওয়েট একাদশে ফেরায় স্বস্তি ফিরেছে খুলনা ক্যাম্পে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তারা যোগ করেছে নাজমুল হোসেন শান্তকেও।

একাদশে বদল এনেছে ভাইকিংস। বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল। এই ব্যাটসম্যানের জায়গায় প্রথমবার বিপিএলে খেলতে নেমেছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান ইয়াসির আলী।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া খুলনা আজ জিততে মরিয়া। টাইটানসের অলরাউন্ডার আরিফুল হক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা তিনটা ম্যাচ খেলেছি, কিন্তু এখনও জয় আসেনি। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। দলের সামনে এখন জয় ছাড়া আর কোনও পথ নেই। যেভাবে হোক চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিততে চাই।’

সব সমস্যা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আরিফুলের কণ্ঠে, ‘এবার অনেক কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। টিম কম্বিনেশন এখনও ঠিক হয়নি, বিদেশি খেলোয়াড়রা সেভাবে দলের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তবে গত দুই দিনে আমরা নিজেদের গুছিয়ে নিয়েছি। আমাদের এখন একটাই লক্ষ্য-জয়। একটা জয় পেলেই সব ঠিক হয়ে যাবে।’

খুলনা টাইটানস একাদশ: পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলী, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, রবি ফ্রাইলিঙ্ক, আবু জায়েদ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা