X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে রংপুরের প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৬:২৩আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০১

আলিস আল ইসলাম বিপিএলের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক পাওয়া আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর রাইডার্স। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ঢাকা ডায়নামাইটসের এই অফ স্পিনারের অ্যাকশন ‘সন্দেহজনক’।

শুক্রবার শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার কাছে ২ রানে হারের পর আলিসের বোলিংয়ে নিয়ে প্রশ্ন ‍তুলেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ঢাকার শ্বাসরুদ্ধকর জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিপিএলে অভিষিক্ত আলিস। দুর্দান্ত হ্যাটট্রিকে রংপুরের নিয়ন্ত্রণে থাকা ম্যাচ এই স্পিনার নিয়ে আসেন ঢাকার দখলে।

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর জানিয়েছে, ‘ঢাকা প্রথম বিভাগ লিগ খেলার সময় আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক ছিল। আলিসের ব্যাপারে আমাদের জানানো হয়েছিল, তিনি তার বোলিং অ্যাকশন শুধরে নিয়েছেন; কিন্তু বাস্তবে তা হয়নি। আলিসের বোলিং দেখে আমাদের মনে হয়েছে পুরোপুরি শোধরাতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশেষ করে দুসরা ডেলিভারিতে তার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।’

চলতি বিপিএল প্রথমবার হ্যাটট্রিক দেখেছে আসিলের সৌজন্যে। কুড়ি ওভারের প্রতিযোগিতাটির প্রথম ম্যাচে এই কীর্তির সঙ্গে তার উঠে আসা গল্পটাও রূপকথার মতো। ঢাকা ডায়নামাইটসের নেট বোলার এই আলিস ফ্র্যাঞ্চাইজিটির কোচ খালেদ মাহমুদ সুজনের নজরে পড়ে সুযোগ পান স্কোয়াডে। সেখান থেকে একাদশে জায়গা পেয়েছেন তিনি। আলিসের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল চার দিন আগেই পাল্টেছে দলে দেশি খেলোয়াড় অন্তর্ভুক্তির নিয়ম।

২২ বছর বয়সী অফ স্পিনার আলিসের বাড়ি ঢাকার সাভারের বলিয়ারপুরে। ক্রিকেট খেলা শুরু করেন ২০১৪ সালে কাঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের হয়ে। প্রথম বিভাগের আগে দ্বিতীয় বিভাগেও কিছুদিন খেলেছেন এই তরুণ। শুক্রবার বিপিএলের মঞ্চে হ্যাটট্রিক সহ ৪ উইকেট নিলেও তার সামনে এখন কঠিন পরীক্ষা

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে