X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রোহিতের সেঞ্চুরি ব্যর্থ করে অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৭:১৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:৫৬

অস্ট্রেলিয়ার উইকেট উৎসব রোহিত শর্মা খেললেন ১৩৩ রানের ঝলমলে ইনিংস। তাতেও রক্ষা পেল না ভারত। টেস্ট ক্রিকেটে দাপট দেখানো বিরাট কোহলিদের হারিয়ে দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়া। সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডে স্বাগতিকরা জিতেছে ৩৪ রানে।

পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা ও শন মার্শের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে অস্ট্রেলিয়া স্কোরে জমা করে ২৮৮ রান। চমৎকার বোলিংয়ে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে সুবিধা করতে দেননি অস্ট্রেলিয়ান বোলাররা। রোহিত শর্মার ঝলমলে সেঞ্চুরির পরও সফরকারীরা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে ২৫৪ রান।

ঝাই রিচার্ডসনের (৪/২৬) ক্যারিয়ারসেরা বোলিংয়ের সঙ্গে জেসন বেহরেনডর্ফ (২/৩৯) ও মার্কাস স্টোইনিসের (২/৬৬) চমৎকার পারফরম্যান্সে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। সফরকারী বোলারদের সামনে মাত্র ৪ রানে ৩ উইকেট হারায় ভারত। উইকেট উৎসবের শুরুটা করেছিলেন বেহরেনডর্ফ। মুখোমুখি প্রথম বলেই এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান (০)।

ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আউট কোহলি। রিচার্ডসনের প্রথম শিকার হয়ে ভারতীয় ওপেনার ফেরেন মাত্র ৩ রান করে। একই ওভারে আবারও উইকেট উদযাপন রিচার্ডসনের, অস্ট্রেলিয়ান পেসার এবার তুলে নেন আম্বাতি রাইডুকে (০)। দ্রুত টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা ভারতকে টেনে তোলার কাজ শুরু করেন রোহিত ও নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা মহেন্দ্র সিং ধোনি।

দারুণ খেলেও দলকে জেতাতে পারলেন না রোহিত ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে দুজন চাপ কাটিয়ে ওঠেন। হাফসেঞ্চুরিও পূরণ করেন তারা। চতুর্থ উইকেটে রোহিত-ধোনি যোগ করেন ১৩৭ রান। তবে হাফসেঞ্চুরি করে আর টিকতে পারেননি ধোনি। বেহরেনডর্ফের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৯৬ বলে খেলে যান ৫১ রানের কার্যকরী ইনিংস।

কিন্তু ধোনির আউটে আবারও ধস নামে ভারতের। একপ্রান্ত আগলে রোহিত সেঞ্চুরি তুলে নিলেও হার বাঁচাতে পারেননি তিনি। আউট হওয়ার আগে ভারতীয় ওপেনার ১২৯ বলে ১০ চার ও ৬ ছক্কায় খেলে যান ১৩৩ রানের অসাধারণ এক ইনিংস। দিনেশ কার্তিক করেছেন ১২ রান, আর ভুবনেশ্বর কুমার অপরাজিত ছিলেন ২৯ রানে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া শুরুতে অ্যারন ফিঞ্চের (৬) উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় অ্যালেক্স ক্যারি ও খাজার ব্যাটে। ক্যারি ২৪ রান করে আউট হলেও খাজা তুলে নেন হাফসেঞ্চুরি। ওয়ান ডাউনে নেমে এই ব্যাটসম্যান খেলেন ৫৯ রানের ইনিংস। তার মতো ফিফটি পূরণ করেন শন মার্শ (৫৪)।

তবে অস্ট্রেলিয়ার ইনিংসটা ২৮৮ পর্যন্ত যাওয়ার পেছনে সবচেয়ে অবদান হ্যান্ডসকম্ব ও স্টোইনিসের। হ্যান্ডসকম্ব করেন ইনিংস সর্বোচ্চ ৭৩ রান। আর স্টোইনিস ৪৩ বলে অপরাজিত থাকেন ৪৭ রানে। ম্যাচসেরা হয়েছেন বল হাতে দুর্দান্ত দিন পার করা রিচার্ডসন। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট