X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সুপার ওভারে খুলনার হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৮:১৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

ফ্রাইলিঙ্কের রান আউটে ম্যাচ গড়ায় সুপার ওভারে তীরে গিয়ে তরী ডুবলো খুলনা টাইটানসের। নিশ্চিত জিততে যাওয়া ম্যাচ হাত ফসকে সুপার ওভারে গেলে সেখানেও ভাগ্য সহায় হলো না তাদের। রবি ফ্রাইলিঙ্কের দুর্দান্ত পারফরম্যান্সে সুপার ওভারে চিটাগং ভাইকিংস পেয়েছে রোমাঞ্চকর জয়। বিপরীতে টানা চতুর্থ ম্যাচ হারলো খুলনা।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২০ ওভারে খুলনার ৬ উইকেটে করা ১৫১ রানের জবাবে ভাইকিংস নির্ধারিত ওভারে ৮ উইকেটে করে একই স্কোর। টাই হওয়ায় ফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় সুপার ওভারে। বিপিএল ইতিহাসের প্রথম টাই ম্যাচের সুপার ওভারে প্রথমে ব্যাটিংয়ে নামা ভাইকিংস করে ১১ রান। জবাবে খুলনা ২ উইকেটে ৯ রানের বেশি করতে পারেনি।

শনিবার দিনের প্রথম খেলার সবটুকু আলো পড়েছে রবি ফ্রাইলিঙ্কের ওপর। হারতে যাওয়া ম্যাচে উত্তেজনা ফেরানো, আবার তার ভুলেই শেষ বলে ভাইকিংসের ১ রান নিতে না পারা এবং সবশেষে তার দুর্দান্ত বোলিংয়ে মুশফিকদের সুপার ওভার জয়। ভাইকিংসের এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার নিশ্চিত হারতে বসা ম্যাচকে নিয়ে যান সুপার ওভারে। জয়ের জন্য শেষ ওভারে ভাইকিংসের দরকার ছিল ১৯ রান। ফ্রাইলিঙ্কের চমৎকার ব্যাটিংয়ে জিততে না পারলেও টাই করে তারা।  ১৩ বলে ২৩ রান করে শেষ বলে রান আউট হন তিনি।

জয় নিশ্চিত হওয়ার পর ফ্রাইলিঙ্কের সঙ্গে মুশফিকের উদযাপন সুপার ওভারে গড়ানো ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নামে ভাইকিংস। খুলনা পেসার জুনায়েদ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক ওভারে মুশফিকুর রহিমরা করতে পারে ১১ রান। এই লক্ষ্যটাই কঠিন করে তোলেন ফ্রাইলিঙ্ক। চমৎকার বোলিংয়ে খুলনাকে তিনি করতে দেন ৯ রান।

তার আগে ১৫২ রানের লক্ষ্যে নেমে ইয়াসির আলীর ৩৪ বলে ৪১ রান এবং এক চার ও দুটি ছয়ে সাজানো মুশফিকের ২৬ বলে ৩৪ রানের ইনিংস লড়াইয়ে রাখে ভাইকিংসকে। তারপরই ফ্রাইলিঙ্কের ঝলক। তার অলরাউন্ড নৈপুণ্যে খুলনা থাকলো হারের বৃত্তে।

সুপার ওভারে ব্যর্থ হওয়া খুলনা টানা চার ম্যাচ হারলো। চলতি বিপিএলে তাই জয়হীনভাবেই থাকতে হলো মাহমুদউল্লাহদের। রংপুর রাইডার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর দলটি হেরেছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের বিপক্ষে। আর শনিবার ভাইকিংসের বিপক্ষে হেরে জয়হীনভাবেই ঢাকার প্রথম পর্ব শেষ করলো তারা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক