X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচ খেলে বিপিএল শেষ স্মিথের

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১৩:৩৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৭:৪৫

কুমিল্লার হয়ে বিপিএল অভিষেক করেছিলেন স্মিভেন স্মিথ। বিপিএল শেষ হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভেন স্মিথের। চোটের সবশেষ আপডেটে জানা গেলো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও ঝুলে গেছে টেম্পারিংয়ে নিষিদ্ধ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের! আচমকা কনুইয়ের ইনজুরিতে চিকিৎসকের ছুরির নিচে যেতে হচ্ছে তাকে। ফলে পুনর্বাসনের যেই সময়টা পাচ্ছেন সেটা শেষ হবে বিশ্বকাপ শুরুর কিছু আগে!

এমন অবস্থায় বিশ্বকাপ শুরুর আগে খুব বেশি সময়ও পাচ্ছে না প্রস্তুতির। শুরুতে অবশ্য শোনা গিয়েছিলো দুই ম্যাচের জন্য হয়তো মাঠের বাইরে থাকবেন তিনি। বাংলাদেশ ছেড়ে সিডনিতে পৌঁছে চোটের সার্বিক অবস্থা যাচাইয়ের পর জানা গেলো তাকে সার্জারির পর বাইরে থাকতে হবে প্রায় ৬ সপ্তাহ। এর পর শুরু হবে পুনর্বাসন।

এমন সার্জারির পর হাতে বিশেষ এক বর্মও পরে থাকতে হবে স্মিথকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখাপাত্র জানালেন তেমন কথা, ‘স্মিথকে আগামী মঙ্গলবার সার্জারি করাতে হবে। ডান কনুইয়ের লিগামেন্ট সারাতে এই সার্জারি। তাকে প্রায় ৬ সপ্তাহের মতো বাইরে থাকতে হবে।  এই সময়ে বিশেষ বর্ম পরে থাকতে হবে। এরপর শুরু হবে পুনর্বাসন।’ তবে তার ক্রিকেটে ফেরাটা নির্ভর করছে কখন বর্মটা হাত থেকে খুলে ফেলা হবে তার ওপর। তাই এক প্রকার অনিশ্চয়তা রয়ে গেছে তার ফেরার নির্দিষ্ট সময় নিয়ে। সেটাও উল্লেখ করেছেন সেই মুখপাত্র, ‘তার ফেরাটা নির্ভর করছে যখন বর্মটা খোলা হবে তার ওপর।’

ফলে শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে স্মিথের আইপিএলে অংশ নেওয়াও। টেম্পারিংয়ের কারণে ১২ মাসের নিষেধাজ্ঞা প্রাপ্ত এই ক্রিকেটারের শাস্তি শেষ হবে মার্চের শেষ দিকে। এছাড়া যারা অস্ট্রেলিয়া স্কোয়াডের সদস্য থাকবেন তাদের বিশ্বকাপের আগে দ্রুত ছেড়ে দিতে অনুরোধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। -ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী