X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অধিনায়ক মিরাজকে মাশরাফির পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ২০:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:৩২

সংবাদ সম্মেলনে মাশরাফি কেবল বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা মেহেদী হাসান মিরাজের। এবার তার কাঁধে পুরো রাজশাহী কিংস। বিপিএলে এই প্রথমবার নেতৃত্বের অভিজ্ঞতা খারাপ যাচ্ছে না বাংলাদেশি অলরাউন্ডারের। গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহী। একই সঙ্গে প্রতিপক্ষ অধিনায়ক মাশরাফি মুর্তজার প্রশংসা পেলেন মিরাজ।

রবিবার রংপুরকে হারিয়ে ৪ ম্যাচে দ্বিতীয় জয়ে সেরা চারের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছে মিরাজের দল। এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে মনে করেন মাশরাফি, ‘তার জন্য এই অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো। সে এখান থেকে যতটুকু শিখবে, আন্তর্জাতিক ম্যাচে এটা কাজে দিবে। এখান থেকে সে যেন নেতৃত্বটা বুঝে নিতে পারে আন্তর্জাতিক ম্যাচের জন্য।’

মাশরাফির কাছ থেকে এই প্রশংসা সামনে বসেই শুনেছেন মিরাজ। সংবাদ সম্মেলনের কক্ষে যখন রংপুর অধিনায়ক বক্তব্য দিচ্ছেন তখন সামনের সারিতেই বসে ছিলেন তিনি। ওয়ানডে অধিনায়কের কাছে প্রশংসিত হয়ে কিছুটা লাজুক হাসি হাসলেন মিরাজ। তবে নতুন করে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি ইতিবাচক।

আরও পরিণত হতে আশাবাদী মিরাজ, ‘প্রত্যেক দিন উন্নতি করছি। প্রায় তিন বছর অধিনায়কত্ব করেছি। শুরুতে কিছুটা সমস্যা হয়েছে। আস্তে আস্তে আমার মাথা খুলছে। সিদ্ধান্ত আরও ভালো হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করছি। আমি আরও যত ম্যাচ খেলব, ততই পরিণত হব।’

জাতীয় দলের অধিনায়কের দলের বিপক্ষে জিতে রোমাঞ্চিত মিরাজ, ‘জিতে ভালোই লাগছে। কারণ রংপুর চ্যাম্পিয়ন দল, তাদের অধিনায়ক মাশরাফি। তাকে হারানো অনেক বড় ব্যাপার।’

মিরাজের ফেক ফিল্ডিংয়ে ৫ রানের শাস্তি হয়েছে রাজশাহীর। রংপুরের স্কোরে যুক্ত হয়েছে এই রান। এমন কাণ্ড আর কখনও করবেন না বললেন মিরাজ, ‘জানতাম পেনাল্টিতে ৫ রান। ভবিষ্যতে এই ধরনের কিছু করবো না। ওই সময়ে আমি নিজেও একটু উত্তেজিত ছিলাম। লরি ইভান্স আমাকে বলছিল, ‘মেহেদী শান্ত হও। শান্ত থাকলে আমরা ম্যাচটি জিততে পারবো।’

রংপুরকে হারাতে শেষ ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোস্তাফিজুর রহমান। ওই সময় মিরাজ তাকে কী বলে অনুপ্রাণিত করেছিলেন। অধিনায়ক বললেন সেই কথা, ‘মোস্তাফিজকে আমি একটা কথাই বলার চেষ্টা করেছি, সৌম্য ভাই কিংবা হাফিজ ভাইয়ের কথা শোনার দরকার নেই! তখন হাফিজ ভাই তাকে পরামর্শ দিচ্ছিল। আমি তাকে বলেছি তার মতো বোলিং করতে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা