X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলে নেমেই থিসারার ‘ঝড়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ২০:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৩০

মাত্র ২০ বলে ফিফটি করলেন থিসারা কন্ডিশন নতুন, কিন্তু সেই পুরানো থিসারা পেরেরা। নিউজিল্যান্ডের মাটিতে শেষ দুই ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টিতে ব্যাটিং তাণ্ডব চালানোর পর শ্রীলঙ্কার এই অলরাউন্ডার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতেও আগুন ঝরালেন। অথচ পরশু নিউজিল্যান্ড সফর শেষ করে বিপিএল খেলতে রবিবার সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি!

চিটাগং ভাইকিংসে নায়কের খ্যাতি কুড়ানো রবি ফ্রাইলিঙ্কের ওপর সবচেয়ে বেশি চড়াও হন থিসারা। মাত্র ২৬ বলে ৩ চার ও ৮ ছয়ে ৭৪ রানে অপরাজিত ছিলেন তিনি। তার অনবদ্য ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৮৪ রান করে কুমিল্লা।

টস জিতে ফিল্ডিং নিয়ে চিটাগং দ্বিতীয় বলে তামিম ইকবালকে শূন্য রানে ফিরিয়ে দারুণ শুরু করে। ফ্রাইলিঙ্ক ফেরান বাঁহাতি ওপেনারকে। এনামুল হক বিজয় বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ রানে আবু জায়েদ রাহির বলে ফ্রাইলিঙ্কের দারুণ ক্যাচে বিদায় নেন তিনি।

তারপর এভিন লুইস ও ইমরুল কায়েসের ৫৪ রানের জুটিতে পথে ফেরে কুমিল্লা। কিন্তু ১২তম ওভারে খালেদ আহমেদের জোড়া আঘাতে বিপদ শুরু তাদের। কুমিল্লা অধিনায়ক ইমরুল ২৪ রানে ফেরার পর লুইস রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। চার বল পর লিয়াম ডউসন বিদায় নেন ২ রান করে। খালেদ তার পরের ওভারে শহীদ আফ্রিদিকে (২) হিট উইকেটে মাঠছাড়া করেন।

৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ভুগতে থাকে কুমিল্লা। কিন্তু মাঠে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন থিসারা, সানজামুল ইসলামের দ্বিতীয় ওভারে ৩টি ছক্কায় যার শুরু। ১৯তম ওভারে টানা দুটি ছয় মেরে ২০ বলে ফিফটি করেন লঙ্কান ব্যাটসম্যান। ফ্রাইলিঙ্কের ওই ওভারে আরও দুটি ছয় ও চার হাঁকান, রান আসে ৩০টি। বিপিএল ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ওভার। শেষ ওভারে আরও একটি চার ছিল তার। অন্য প্রান্তে ১৯ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।

চিটাগংয়ের পক্ষে খালেদ সর্বোচ্চ ৩ উইকেট নেন ৩৪ রান দিয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা