X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুলশারের অধীনে দুর্বার ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ০১:০০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:৪৫

মার্কাস র‌্যাশফোর্ডে গোলে জিতেছে ম্যানইউ মার্কাস র‌্যাশফোর্ডের গোল আর দাভিদ দে গেয়ার বীরত্বে টটেনহ্যাম হটস্পারকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচকে বলা হচ্ছিল ভারপ্রাপ্ত কোচ উলা গুনার সুলশারের আসল পরীক্ষা। নরওয়েজিয়ান কোচ সফল হলেন ১-০ গোলের জয়ে।

এনিয়ে প্রথম ৬ ম্যাচের সবগুলো জিতলেন সুলশার। একমাত্র কোচ হিসেবে ম্যানইউয়ে নিজের প্রথম ৫টি লিগ ম্যাচ জিতে রেকর্ড গড়লেন তিনি, পেছনে ফেললেন লিজেন্ডারি কোচ ম্যাট বাসবিকে।

আগের দিন ওয়েস্ট হ্যামের মাঠে আর্সেনালের হারের সুবিধা আদায় করেছে ম্যানইউ। রবিবার ওয়েম্বলিতে এই জয়ে তাদের সমান ৪১ পয়েন্ট নিয়ে যৌথভাবে পঞ্চম সাবেক চ্যাম্পিয়নরা। চার নম্বর দল চেলসির সঙ্গে ইউনাইটেডের দূরত্ব এখন ৬ পয়েন্টের। আর হেরে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া হলো টটেনহ্যামের। শীর্ষে থাকা লিভারপুলের (৫৭) চেয়ে এখন স্পাররা ৯ পয়েন্ট পেছনে।

এই সপ্তাহে টটেনহ্যাম যখন চেলসির বিপক্ষে লিগ কাপ সেমিফাইনাল খেলেছে, তখন ম্যাইনউর খেলোয়াড়রা দুবাইতে রৌদ্রস্নান করেছেন। খেলার শুরু থেকে তাই ফুরফুরে ছিল সুলশারের শিষ্যরা।

শুরুতে র‌্যাশফোর্ডের শট স্বাচ্ছন্দ্যে লুফে নেন স্বাগতিক গোলরক্ষক উগো লরিস। কিন্তু দ্বিতীয়বার সুযোগ নষ্ট করেননি ম্যানইউ ফরোয়ার্ড। ৪৪ মিনিটে ফরাসি গোলরক্ষকের হাতের নাগালের বাইরে দিয়ে বল জালে জড়ান তিনি।

পিছিয়ে থাকা টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে বেশ ভালো খেললেও দে গেয়া এবার প্রতিরোধের দেয়াল গড়েন গোলপোস্টের নিচে। শুরুতে ডেলে আলীর হেড দুর্দান্ত সেভ করেন। হ্যারি কেইন কয়েকবার চেষ্টা করেও ম্যানইউ গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।

বরং পগবা পরীক্ষা নেন তার স্বদেশী গোলরক্ষক লরিসের। স্পার গোলরক্ষক তার শট মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান। কিছুক্ষণ পর আবার দে গেয়ার পরীক্ষা নেন আলী। তার শট সহজেই হাতে নেন ম্যানইউ গোলরক্ষক। গোলপোস্টের বেশ কাছ থেকে দারুণ সেভে স্বাগতিকদের সমতা ফেরাতে দেননি দে গেয়া। শেষ দিকে তার প্রতিরোধে আবারও হতাশ হন কেইন। এমন সব প্রতিরোধে র‌্যাশফোর্ডের সঙ্গে ম্যাচ জয়ের নায়ক দে গেয়াও।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না