X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রায় এক যুগ পর লাহোরে ফিরছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ২০:০৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

এবি ডি ভিলিয়ার্স লাহোর কালান্দারসের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন এবি ডি ভিলিয়ার্স- বিষয়টি আগেই জানা গেলেও নতুন খবর হলো, ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে পাকিস্তানেও খেলবেন প্রোটিয়া ব্যাটসম্যান। প্রায় এক যুগ পর আবারও লাহোরে ফিরছেন ডি ভিলিয়ার্স।

১৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শুরু হবে এবারের পিএসএল। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও পাকিস্তানে হবে প্রতিযোগিতটির আটটি ম্যাচ, যার মধ্যে রয়েছে ফাইনালও। লাহোর কালান্দারস তাদের ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানসের বিপক্ষে। ৯ ও ১০ মার্চের এই ম্যাচ দুটিতে খেলবেন ডি ভিলিয়ার্সও। তাতে ২০০৭ সালের পর আবারও পাকিস্তানে খেলতে নামছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই দক্ষিণ আফ্রিকান।

ডি ভিলিয়ার্স নিশ্চিত করেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০১৯ সালের পিএসএলে ৯ ও ১০ মার্চ ঘরের মাঠের সমর্থকদের সামনে আমি প্রতিনিধিত্ব করব লাহোর কালান্দারসের।’ ২০০৭ সালের সফরে গাদ্দাফি স্টেডিয়ামে একটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান লাহোরকে এগিয়ে নেওয়ার পথে নিজের সেরাটা উড়ার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ১৮ মাসে ষষ্ঠ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে পাকিস্তানে খেলতে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। ২০১৭ সালের সেপ্টেম্বরে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন আইসিসি বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন হাশিম আমলা, ডেভিড মিলার, মরনে মরকেল ও ইমরান তাহির। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা জাতীয় দলের বাসে সন্ত্রাসী হামলার প্রায় ৮ বছর পর আইসিসি আয়োজন করেছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

লাহোর কালান্দারসের হয়ে শুধু গ্রুপ পর্বের ম্যাচ খেলবেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘পরিবারের প্রতি দায়বদ্ধতায় আমি শুধুমাত্র গ্রুপ পর্বের ম্যাচগুলোতে থাকব। লাহোর কালান্দারসকে ধন্যবাদ আমাকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য।’

পিএসএল পাকিস্তানে এসেছে আরও আগেই। ২০১৭ সালে শুধুমাত্র ফাইনাল আয়োজন করলেও গত আসরে শিরোপা নির্ধারণী ম্যাচ ছাড়াও হয়েছিল এলিমিনেটরের দুটি ম্যাচ। এবার সংখ্যাটা আরও বাড়ছে। লাহোর ও করাচিতে হবে মোট আটটি ম্যাচ। ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ