X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচ খেলে ফেললেন মারে?

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ২৩:৩৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২৩:৩৫

অ্যান্ডি মারে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে অ্যান্ডি মারে ইঙ্গিত দিয়েছিলেন, বছরের প্রথম গ্র্যান্ড স্লাম হতে যাচ্ছে তার শেষ টুর্নামেন্ট। আবেগ জড়িয়ে থাকা এই প্রতিযোগিতার প্রথম ম্যাচেই হেরে গেছেন তিনি! তাহলে কি টেনিস কোর্টে শেষ হয়ে গেল মারের পথচলা? ব্রিটিশ তারকা নিজেও নিশ্চিত নন, অস্ত্রোপচারের ওপর টেনিস ভবিষ্যৎ নির্ভর করছে তার।

নিতম্বের চোটে ভুগছেন তিনি অনেক দিন। অস্ট্রেলিয়ান ওপেনে নাম লেখালেও বুঝতে পারছিলেন খুব বেশিদূর যাওয়া সম্ভব নয়। তাই প্রতিযোগিতায় ‍নামার আগেই জানিয়ে রেখেছিলেন, ‘হয়তো অস্ট্রেলিয়ান ওপেনই হতে যাচ্ছে আমার শেষ প্রতিযোগিতা।’ বছরের প্রথম গ্র্যান্ড স্লামে বেশিদূর যেতেও পারেননি, প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন এই ব্রিটিশ তারকা।

সোমবার স্পেনের রবের্তো বাতিস্তা অগাতের বিপক্ষে নিজের সেরাটাও দিয়েও বাঁচাতে পারেননি ম্যাচ। সাবেক নাম্বার ওয়ান হেরেছেন ৬-৪, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৭ (৪-৭), ৬-২ গেমে। মেলবোর্ন অ্যারেনার ম্যাচ হারের পর জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচারের। তবে সেরে উঠে কোর্টে আর ফিরতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা আছে মারের মনে।

সামনের মে মাসে ৩২ বছর শেষ করতে যাওয়া মারে বলেছেন, ‘সামনের সপ্তাহ কিংবা কিছুদিন পর আমি সিদ্ধান্ত নেব (অস্ত্রোপচারের)। যদি আমি অস্ত্রোপচার করাই এবং ঠিকঠাক সেরে উঠতে না পারি, তাহলে হয়তো আর খেলতে পারব না। বিষয়টা সম্পর্কে আমি জানি।’ যদি এটাই তার শেষ ম্যাচ, তাহলেও কোনও আফসোস নেই এই ব্রিটিশের, ‘জানি আমি যেমন খেলোয়াড়, তেমনটা আর নেই। তবে আজ যদি আমার এটা শেষ ম্যাচও হয়, তাহলেও আমি বলল দারুণভাবে শেষ করেছি।’

কারণটা ব্যাখ্যা করলেন তিনি, ‘এখানকার পরিবেশ ছিল দুর্দান্ত। কোর্টে নিজের সবটা উজাড় করে দিয়েছি। সাধ্যের সবটা দিয়ে লড়াই করে ঘুরে দাঁড়িয়েছি; তাছাড়া অনুশীলনে যেমনটা খেলি, তার চেয়ে অনেক ভালো পারফর্ম করেছি। শেষ ম্যাচ হলেও সবকিছু ঠিকঠাক ছিল।’ দ্য গার্ডিয়ান

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া