X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার লক্ষ্য কাজী নাবিলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৪৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:১৬

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ১১তম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাফুফের দুই সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও কাজী নাবিল আহমেদ। তাদের সঙ্গে চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা সামশুল হক চৌধুরীও হয়েছেন সংসদ সদস্য। এই অর্জনে তিন কর্তাকে আজ (মঙ্গলবার) সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফে ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যশোর-৩ থেকে নির্বাচিত কাজী নাবিল আহমেদ জানিয়েছেন সংসদ সদস্য হিসেবে বাড়তি দায়িত্বের কথা। তিনি বলেছেন, ‘আজ সংসদ সদস্য হিসেবে আমাকে সংবর্ধিত করা হয়েছে। এই রুমে আমি বসে আছি সহ-সভাপতি হিসেবে, আবাহনীর একজন কর্মকর্তা হিসেবে। এখানে আমার পরিচয় সংসদ সদস্য নয়। বিল্ডিংয়ের বাইরে যখন আমি যাচ্ছি, তখন অন্য দায়িত্ব এসে যাচ্ছে। সংসদ সদস্য হওয়ার কারণে বাড়তি দায়িত্ব থাকে সার্বিক ক্রীড়াঙ্গনের জন্য; সেটা ফুটবল, হকি, অ্যাথলেটিক্স কিংবা ক্রিকেট হোক না কেন। যেহেতু আমি ব্যক্তিগতভাবে ফুটবলের সংগঠক, ক্লাব লেভেলে আমি সবকিছুর সঙ্গে জড়িত, আমার সবসময় চেষ্টা থাকবে যেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে পারি সামনের দিকে।’

বাফুফের সহ-সভাপতি ছাড়াও জাতীয় টিমস কমিটিরও চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। জাতীয় দল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জাতীয় টিমস কমিটির প্রধান হিসেবে আছি। গত ছয় বছর ফল ভালো-মন্দ মিলিয়ে, তবে শেষ এক বছর আমার মতে আমাদের ফল ধীরে ধীরে ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। সত্যিকার অর্থে ম্যাচ বাই ম্যাচ বিশ্লেষণ করলে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস আমাদের ফুটবলের জন্য ভালো কিছু সামনে আছে। আমাদের ফেডারেশনের দায়িত্ব এখন বাংলাদেশের ফুটবলকে যে পর্যায়ে নিয়ে আসা হয়েছে, তা সামনের দিকে আরও এগিয়ে নেওয়া।’

তিনি আরও বলেছেন, ‘আমার দায়িত্ব সরকারে ফেডারেশনের লবিং হিসেবে কাজ করে ফুটবলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (গোল্ডকাপ) খেলা হচ্ছে। ছেলেমেয়েরা খেলা সম্পর্কে অবগত হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস ডেভলপমেন্ট প্রোগ্রাম অব্যাহত থাকলে আমরা ভালো করতে পারবো।’

কথা বলতে বলতে অতীতে ফিরে গেলেন কাজী নাবিল। আবাহনীর সেই দিনগুলো তার চোখে ভেসে উঠলো স্পষ্ট, ‘সালাউদ্দিন-সালাম ভাইয়ের মতো কিংবদন্তি খেলোয়াড় নই আমি। কিন্তু ফুটবলকে আমার কাছ থেকে দেখা আছে। প্রথম স্মৃতি হলো ১৯৭৭ সালে, তখন আমার বয়স ৮। আমার আব্বা (কাজী শাহেদ আহমেদ) তখন আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। আবাহনীর তখন খুব দুর্দিন। হারুন আঙ্কেল (হারুনুর রশীদ) ও ফোকলা আঙ্কেল (মোমেন উদ্দিন আহমেদ)-সহ বেশ কয়েকজন কর্মকর্তা আব্বাকে আবাহনী ক্লাবের সঙ্গে যুক্ত করলেন, যাতে আবাহনী নিরাপদে অনুশীলন করতে পারে। কোনও কারণে বিপদগ্রস্ত হতে না হয়।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন কাজী নাবিল আহমেদ নিজের দেখা ঢাকায় প্রথম ম্যাচের স্মৃতিও রোমন্থন করলেন কাজী নাবিল, ‘সেই প্রথম ম্যাচ আমার এখনও মনে আছে। আমরা দুই ভাই আমি ও (কাজী) আনিস আব্বা-মার সঙ্গে দেখতে গিয়েছিলাম ঢাকা স্টেডিয়ামে। আজকে খুশি যে, রহমতগঞ্জ এখানে আছে। সেই ম্যাচটি ছিল আবাহনী বনাম রহমতগঞ্জের। আবাহনী ৩-১ গোলে জিতেছিল। ১৯৭৭ সালের কথা। সেই ম্যাচে সালাউদ্দিন ভাই সেন্টার থেকে গোল করেছিলেন। ওটা আমার দেখা প্রথম গোল। আমার স্মৃতিপটে আঁকা আছে।’

কাজী নাবিল আরও বলেছেন, ‘১৯৭৮ সালের কথা এখনও ভুলতে পারি না। খেলোয়াড়রা যখন নামতেন, সালাউদ্দিন ভাইদের মাঠে নামার আগে আমি ও আমার ভাই বল নিয়ে নামতাম। বলবয়দের সঙ্গে আগে অনুশীলন করতাম। তখন থেকেই ফুটবলের সঙ্গে আমি বিভিন্নভাবে জড়িত। আমার বাবা ১৯৮৯ সাল থেকে এখনও আবাহনীর ডিরেক্টর ইনচার্জ। আমি দায়িত্ব পালন করছি পরিচালকমণ্ডলীর সদস্য হিসেবে।’

২০০৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করা এই কর্তা বলেছেন, ‘প্রায় ১৫ বছর ধরে আবাহনীর ফুটবলের দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমার আগমন ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে। এরমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে মহান জাতীয় সংসদে আমার প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে। গত মেয়াদে ও এই মেয়াদে।’

কাজী নাবিলের প্রত্যাশা, ‘ফুটবল বা যেকোনও খেলাতে সুদিন-দুর্দিন থাকে, যেকোনও খেলাতেই চড়াই-উৎরাইও থাকে, জীবনেও থাকে যেমন। সবকিছু মোকাবিলা করে এগিয়ে যেতে হয়। আমার দৃঢ় বিশ্বাস আমাদের ফুটবল এখন যেভাবে আছে, সামনে আরও এগিয়ে যাবে। আশা করি আমার সহকর্মীসহ সবাই একযোগে কাজ করবো। মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব জায়গায় উন্নয়ন হচ্ছে। ভবিষ্যতে আমাদের ফুটবলেরও আরও উন্নতি হবে।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া