X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হারানো ঐতিহ্যের খোঁজে বিজেএমসি

তানজীম আহমেদ
১৫ জানুয়ারি ২০১৯, ১৯:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:০৪

আগামী ১৮ জানুয়ারি শুরু হবে প্রিমিয়ার ফুটবল লিগ। ১৩ দলের এবারের প্রতিযোগিতায় দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস। লিগ শুরুর আগে দলগুলোর প্রস্তুতি কেমন, কী তাদের প্রত্যাশা, আর তা পূরণে লক্ষ্যই বা কী-তা নিয়ে বাংলা ট্রিবিউনের এই ধারাবাহিক আয়োজন। আজ থাকছে গত আসরে নবম  বিজেএমসিকে নিয়ে-

বিজেএমসি ঢাকার ফুটবলে দীর্ঘদিন দাপট ছিল বিজেএমসির। স্বাধীনতার আগে ইপিআইডিসি নামে তিনবার লিগ শিরোপা জিতেছিল তারা। স্বাধীনতার পরও অব্যাহত ছিল জয়যাত্রা,  ১৯৭৩ সালে বিজেআইসি এবং ১৯৭৯ সালে বিজেএমসি নামে মেতে উঠেছিল শিরোপা উৎসবে। সালাম মুর্শেদী-আসলাম সহ অনেক তারকা ফুটবলার খেলেছেন বিজেএমসিতে।

১৯৮২ সালে হঠাৎ ফুটবল কার্যক্রম বন্ধ করে দেয় দলটি। দীর্ঘদিন ফুটবল থেকে দূরে থাকার পর ২০১১ সালে ফিরে আসে বিজেএমসি। তবে সাফল্য পায়নি। শিরোপা তো দূরের কথা, প্রত্যাবর্তনের পর রানার্স-আপও হতে পারেনি কোনও প্রতিযোগিতায়। এখন অতীতের সুখস্মৃতিই তাদের সবচেয়ে বড় সম্বল।  

এ মৌসুমে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দলটি। লিগে মাঝামাঝি অবস্থানে থাকতে পারলেই তারা খুশি। স্বাধীনতা কাপ থেকে বিজেএমসির কোচের দায়িত্বে থাকা জাহিদুর রহমান মিলন বললেন, ‘স্বাধীনতা কাপে ভালো খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছি আমরা। ইনজুরি সমস্যা না থাকলে এবং খেলোয়াড়রা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে লিগে পয়েন্ট টেবিলের মাঝামাঝি থাকতে পারবো বলে আমার বিশ্বাস। আমাদের দলে তরুণ খেলোয়াড়ের সংখ্যা বেশি। তাদের পক্ষে দলকে সম্মানজনক ফল এনে দেওয়া সম্ভব।’

ডিফেন্ডার শাহনুর রহমান রনি এবার টানা ষষ্ঠ মৌসুমের মতো বিজেএমসির সঙ্গী। দলকে অন্যদের চেয়ে একটু বেশি চেনেন বলে তার কণ্ঠে বাড়তি সতর্কতা, ‘আমাদের দলটা মাঝারি মানের। তবে লিগে মাঝামাঝি অবস্থানে থাকা কঠিনই হবে আমাদের জন্য। কারণ এবার বেশ কয়েকটি শক্তিশালী দল আছে। এবার ঢাকার বাইরে খেলতে হবে প্রত্যেক দলকে, যা বেশ চ্যালেঞ্জিং।’

বিজেএমসিতে এ মৌসুমে নবাগত খেলোয়াড়ের সংখ্যা ১২ জন। উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক ও ডিফেন্ডার ফুরকাত জন, নাইজেরিয়ার মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু এবং ক্যামেরুনের ডিফেন্ডার বেইবেক ফমবাগনে দলটির চার বিদেশি।

স্থানীয় খেলোয়াড়: সোহাগ হোসেন, শাহনুর রহমান রনি, সুমন দে, মোহাম্মদ আল-আমীন, জহিরুল ইসলাম, অং মারমা, আবদুল্লাহ পারভেজ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান তপু, মোহাম্মদ রবিন, মুখলেসুর রহমান মুকুল, মোবারক হোসেন, স্বপন হোসেন, পিন্টু দাশ, আবদুল্লাহ আল মামুন, গোলাম মোস্তফা তুয়ান, সাব্বির আহমেদ সুমন, মোহাম্মদ ইউসুফ, আলী আকবর কানন, উত্তর বড়ুয়া, রিপন মিয়া, আবদুল হালিম টুটুল, আবুল কাশেম মিলন, মিসবাহউদ্দিন আরিফ, রেজ্জাতুল ইসলাম ও আলমগীর হোসেন।

বিদেশি খেলোয়াড়: ওতাবেক, ফুরকাত জন, স্যামসন ইলিয়াসু ও বেইবেক ফমবাগনে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ