X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিরাজদের জার্সিতে মায়ের নাম

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৫ জানুয়ারি ২০১৯, ২১:০৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:১০

মিরাজ-ক্লুজনারদের মতো রাজশাহী কিংসের সবার জার্সিতে থাকবে তাদের মায়ের নাম মেহেদী হাসান মিরাজের জার্সির পেছনে লেখা ‘মিনারা’। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্রিস্টিয়ান জনকারের পেছনে লেখা ‘মারজোরি’। প্রধান কোচ ল্যান্স ক্লুজনারের পেছনে ‘ডন’। সৌম্য সরকারের জার্সিতে ‘নমিতা’।  ‍শুধু তারা নন, রাজশাহী কিংসের প্রত্যেক ক্রিকেটার ও কোচিং স্টাফের জার্সির পেছনে নিজের নামের জায়গায় থাকবে তাদের মায়ের নাম লেখা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অভিনব এমন জার্সি গায়েই দেখা যাবে তাদের। পৃথিবীর সব মাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এমন উদ্যোগ নিয়েছে রাজশাহী কিংস। মায়ের নামের জার্সি গায়ে জড়িযে মাঠে নামার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে ‘নায়ি সোচ’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দুই বছর আগে নিজেদের মায়ের নামের জার্সি পরে মাঠে নেমেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তবে বাংলাদেশে মায়েদের নিয়ে এমন উদ্যোগ এবারই প্রথম।

রাজশাহী কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ আজিজুল হক এই উদ্যোগের কারণ ব্যাখ্যা করেছেন এভাবে, ‘মা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করতে পারে। মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। রাজশাহী কিংস তাদের জার্সিগুলোতে মায়ের নাম বহন করবে। আমরা সবাই আমাদের জীবনে মায়ের ভূমিকা ও অবদান সম্পর্কে জানি, জার্সিতে মায়ের নাম বহন করার কোনও বিশেষ উপলক্ষ বা দিনের প্রয়োজন নেই।’

মায়ের নামের জার্সি পরে মাঠে নামতে মুখিয়ে আছেন রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ। বুধবারের বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে ঢাকার বিপক্ষে জিতে সব মাকে ম্যাচটি উৎসর্গ করতে চান তিনি, ‘প্রতিটি সন্তানের কাছে তার মা স্পেশাল একজন। মায়ের নামে জার্সি পরে খেলতে পারাটা গর্বের ব্যাপার হবে। আমার এই জায়গাতে আসার পেছনে অনেকখানি অবদান মায়ের। এমন অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আমরা এই ম্যাচটি জিতে আমাদের মাকে উৎসর্গ করতে চাই।’

অভিনব এই উদ্যোগ নিয়ে সহ-অধিনায়ক সৌম্য সরকার বলেছেন, ‘এমন অভিনব কিছু আমাদের দেশে প্রথম হচ্ছে। আমরা সবসময় আমাদের ছোট নাম নিয়ে ম্যাচ খেলি। আগামীকাল আমরা মায়ের নাম লেখা জার্সি গায়ে মাঠে নামব। এটা আমাদের মায়েদের নিশ্চিতভাবেই গর্বিত করবে।’

রাজশাহী কিংসের প্রধান কোচ ল্যান্স ক্লুজনার। পৃথিবীর সব সন্তানের কাছে সাবেক প্রোটিয়া ক্রিকেটারের অনুরোধ, ‘আমার মা আমার কাছে সবসময়ই স্পেশাল একজন। প্রতিদিনই মা আমার খোঁজ-খবর রাখেন। আমিও প্রতিদিন মায়ের খবর রাখি। প্রায়ই আমরা আমাদের মাকে ভুলে যাই, আমরা যদি আমাদের আশপাশের মানুষের খোঁজ রাখতে পারি, তাহলে মায়ের খোঁজ কেন রাখতে পারব না। আমি প্রত্যেককে অনুরোধ করছি, দিনে অন্তত একবার মায়ের সঙ্গে কথা বলুন, আপনার মা কৃতজ্ঞ থাকবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া