X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হেরেও স্প্যানিশ কাপের শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৯, ১১:৩১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১২:২৪

হেরে গেল রিয়াল কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লেগানেসের মাঠে ১-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তবে প্রথম লেগে ৩-০ গোলে জয়ের কল্যাণে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। দুই লেগে তাদের অগ্রগামিতা ৩-১ গোলের।

ম্যাচের একমাত্র গোলটি করেন ডেনিস ফরোয়ার্ড মার্টিন ব্রেইথওয়েট। রিয়ালের গোলমুখ এলোমেলো হওয়ার সুযোগ নিয়ে খালি জালে লক্ষ্যভেদী হেড করেন মিডলসব্রো থেকে ধারে আসা এই খেলোয়াড়।

লড়াইয়ে উত্তেজনা ফেরাতে দ্বিতীয় গোলের জন্য মরিয়া ছিল লেগানেস। কিন্তু বারবার তাদের হতাশ করেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। তাছাড়া লক্ষ্যে শট নেওয়ার অক্ষমতা ম্যাচে ফিরতে দেয়নি তাদের।

ম্যানচেস্টার সিটি থেকে আসা ব্রাহিম দিয়াজ ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জার্সিতে প্রথম গোলের সুবর্ণ সুযোগ হারান। ভিনিসিয়াস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বলে শট নিতে বেশ সময় নেন তিনি।

ফর্মহীন মিডফিল্ডার ইস্কোকে রেখে এদিন একাদশ সাজান রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি। কিন্তু আক্রমণে ধার ফেরাতে পারেননি এই স্প্যানিশ খেলোয়াড়।

অক্টোবরের শেষ দিকে হুলেন লোপেতেগির উত্তরসূরি হওয়ার পর সব ধরনের প্রতিযোগিতায় এটি সোলারির চতুর্থ হার। দলের পারফরম্যান্সে হতাশা লুকালেন না রিয়াল কোচ, ‘এটা ছিল দুর্বল পারফরম্যান্স, বিশেষ করে প্রথমার্ধে। আমরা পরের রাউন্ডে উঠেছি, কয়েকজন খেলোয়াড়ের সুযোগ পাওয়ার দরকার ছিল। কিন্তু আমরা ভালো খেলিনি।’

ডিফেন্ডার নাচো যোগ করেছেন, ‘ম্যাচটা আমরা জিতলে ভালো হতো। কিন্তু তারপরও আমরা পার পেয়েছি এবং এটাই গুরুত্বপূর্ণ। প্রথম লেগে বড় লিড নিলে ম্যাচ সহজ হয়ে যায়। কিন্তু তার ফলে একটু আয়েশি ভাব চলে আসে এবং অনেক বেশি আত্মবিশ্বাস থাকে যার কারণে শতভাগ দিতে পারে না।’

এদিকে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে অ্যাওয়ে গোলে বিদায় করেছে গিহোনা। ওয়ান্দা মেত্রোপলিতানোতে দ্বিতীয় লেগে ৩-৩ গোলে মাদ্রিদ ক্লাবের সঙ্গে ড্র করেছে তারা। প্রথম লেগ ছিল ১-১ গোলে ড্র। দুই লেগ ৪-৪ গোলে সমান থাকলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ আটে উঠল গিহোনা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা