X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘ম্যাচ জেতানো শুধু ডি ভিলিয়ার্সের দায়িত্ব নয়’

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৭ জানুয়ারি ২০১৯, ২০:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২০:৪৯

‘ম্যাচ জেতানো শুধু ডি ভিলিয়ার্সের দায়িত্ব নয়’ ক্রিস গেইল, রাইলি রোসো, অ্যালেক্স হেলসের মতো ব্যাটসম্যান থাকার পরও রংপুর রাইডার্সের স্কোরবোর্ড তেমন রান উঠছে না। ফলে ৬ ম্যাচের মাত্র দুটিতে জিতে কঠিন অবস্থায় মাশরাফিরা। এই পরিস্থিতিতে এবি ডি ভিলিয়ার্স যোগ দেওয়ায় নতুন প্রত্যাশা রংপুরের সমর্থকদের। যদিও কোচ টম মুডি সব দায়িত্ব ডি ভিলিয়ার্সের ওপর চাপিয়ে দিতে নারাজ।

রংপুরের হয়ে খেলতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পা রেখেছেন ডি ভিলিয়ার্স। বর্তমান চ্যাম্পিয়নদের স্বরূপে ফিরতে তার যোগ দেওয়া বাড়তি রসদ হিসেবে কাজ করবে। কোচ টম মুডিও আশাবাদী। তবে সবকিছু ডি ভিলিয়ার্সের ওপর ছেড়ে দিচ্ছেন না তিনি, ‘স্বাভাবিকভাবেই ডি ভিলিয়ার্স যে কোনও দলের জন্য বাড়তি কিছু। তবে আমি মনে করি না সে জাদুর মতো সবকিছু বদলে দেবে। এটা ভাবা সত্যিই বোকামি হবে। তার অন্তর্ভুক্তিতে আমাদের দলে শক্তি বাড়বে, তবে জিততে হলে বাকিদেরও পারফর্ম করতে হবে।’

রংপুর কোচ আরও বলেছেন, ‘আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি সে বিশ্বমানের একজন। দল হিসেবে একজনের দিকে তাকিয়ে থাকলে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, নিজের খেলার উন্নতি করতে হবে।’

চলতি বিপিএলে ক্রিস গেইলের ব্যাট এখনও শান্ত। প্রতিযোগিতাটির পঞ্চম আসরে রংপুরের শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। ফাইনালে খেলেছিলেন ১৪৬ রানের অসাধারণ এক ইনিংস। তবে চলমান আসরে এখনও বড় ইনিংস খেলতে পারেননি। চার ম্যাচে তার সংগ্রহ ৭, ২৩, ৮ ও ১।

গেইল-ঝড়ের অপেক্ষায় আছেন কোচ মুডিও, ‘গেইল নিজেও তার পারফরম্যান্সে হতাশ। তবে আমরা জানি ওর মানের একজন ক্রিকেটার যে কোনও সময় জ্বলে উঠবে। ওর ব্যাট যখন জ্বলে উঠবে, প্রতিপক্ষ বোলারদের জন্য তখন আমার মায়াই লাগবে!’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫